মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাপ জটিলতা : মহারাষ্ট্রে বন্ধ টিকাদান

news-image

অনলাইন ডেস্ক : অ্যাপ সংক্রান্ত ত্রুটির জেরে নাম নথিভুক্তকরণে সমস্যা দেখা দেওয়ায় ভারতের মহারাষ্ট্রে দু’দিনের জন্য বন্ধ রাখা হয়েছে করোনার টিকাদান।

আনন্দবাজার জানায়, ১৮ জানুয়ারি পর্যন্ত মহারাষ্ট্রে কাউকে প্রতিষেধক দেওয়া হবে না।

সমস্যার সমাধান হয়ে গেলে টিকাদানের পরবর্তী তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, ভারতে শনিবার গণটিকাদান কর্মসূচি শুরু হয়। বিশ্বের বৃহত্তম এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, প্রতিষেধক নিতে আসা মানুষের নাম, পরিচয়, বয়স ইত্যাদি নথিভুক্ত করার হচ্ছিল ‘কো-উইন’ অ্যাপে। কিন্তু শনিবার টিকাদানের শুরুতেই ওই অ্যাপটিতে গোলযোগ দেখা দেয়। ফলে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া আটকে যায়।

তাই আগে থেকে যারা নাম নথিভুক্ত করে রেখেছিলেন, সেই তালিকার সঙ্গেই হিসেব মেলাতে হয়। তবে অভিযোগ, এই কাজে অনেক সময় লেগে যাচ্ছিল। ব্যাহত হচ্ছিল টিকাকরণ প্রক্রিয়া। তাই সব দিক পর্যালোচনা করেই আপাতত টিকাকরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।

মুম্বাইয়ে টিকাদান বন্ধ রাখার বিষয়ে বৃহন্মুম্বাই পৌরসভার পক্ষ থেকেও আলাদা করে নোটিশ জারি করা হয়। তাতে বলা হয়, ‘১৬ জানুয়ারি কভিডের টিকাদান চলাকালীন কো-উইন অ্যাপে কিছু সমস্যা দেখা দেয়। আপাতত ১৭ এবং ১৮ জানুয়ারি- এই দু’দিনের জন্য মুম্বাইয়ে টিকাদান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাপের সমস্যা মিটে যাওয়া মাত্র ফের টিকাদান শুরু হবে’।

তবে শুধু মহারাষ্ট্রেই নয়। টিকাদানের প্রথম দিনে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেও একই সমস্যা দেখা দেয়। অ্যাপ সংক্রান্ত সমস্যার জেরে নথিভুক্তকরণ প্রক্রিয়া আটকে যায়।

পরে বাধ্য হয়ে খাতায়-কলমেই কাজ সারতে হয়। সেই হার্ডকপিই স্বাস্থ্য ভবনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অবশ্য টিকাদান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়নি।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি