বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা পর ওষুধ কোম্পানির এক প্রতিনিধিকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহর ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল হাসান খাঁন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে মামলা প্রেক্ষিতে সোমবার রাতে লিমনকে ট্যাংকের পাড়ের ভাড়া বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। আসামী লিমন হোসেন রিমন একটি ওষুধ কোম্পানীতে ব্রাহ্মণবাড়িয়া সদরে মেডিক্যাল ইনফরমেশন অফিসার পদে নিযুক্ত রয়েছেন বলে জানা যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার বলেন, ভিকটিম বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করার পর আসামী লিমন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।