বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘আবেদনময়ী’ ছবি : ট্রলের শিকার ৬৯ বছর বয়সী নারী

news-image

অনলাইন ডেস্ক : নিজের ফেইসবুকে গ্লামারাস ফটোশুটের ছবি পোস্ট করে ভাইরাল হয়েছেন ভারতের রজনী চন্ডি নামের এক বর্ষীয়ান নারী। ৬৯ বছর বয়সী নারীকে নিয়ে অনেকেই ট্রল করছেন।

কেরালার এই অভিনেত্রী স্থানীয় গণমাধ্যমে ‘বোল্ড’ এবং ‘বিউটিফুল’ তকমা পেলেও ব্যঙ্গ করছেন বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি লিখেছে, তিনি একাধারে একজন গৃহিণী এবং অভিনেত্রী। তাকে সচরাচর দেখা যায় অভিজাত শাড়িতে। কিন্তু এবার তাকে দেখা গেছে জিন্স, লং ড্রেস এবং ডেনিমে।

আবার কোনো ছবিতে তাকে দেখা গেছে টাটকা সাদা ফুল মাথায় পরা। এসব ফুল তিনি নিজের বাগান থেকে সংগ্রহ করেছেন।

ভারতের দক্ষিণের রাজ্য কেরালা বেশ রক্ষণশীল। সেখানে বেশির ভাগ নারী পুরুষদের সমালোচনা এড়িয়ে চলতে চান।

তবু রজনী ওইসব ছবি তুলে পোস্ট দিয়েছেন ফেইসবুকে। এ বিষয়ে তিনি বিবিসিকে বলেন, ‘ধারণাটি এসেছিল ২৯ বছর বয়সী ফটোসাংবাদিক আথিরা জয়-এর মাথা থেকে।’

মিস জয় বলেছেন, ‘আমার নিজের মায়ের থেকেও রজনী কত বেশি আলাদা তা-ই আমাকে তার প্রতি আকৃষ্ট করেছে। ভারতীয় নারীরা তাদের পুরো জীবন বিয়ে ব্যবস্থার অধীনে একটি অবরুদ্ধভাবে কাটিয়ে দেন। পরিবারকে দেখাশোনা করেন। একবার তাদের বয়স ৬০ বছরে পৌঁছালে তারা জীবনের অনেক কিছু ছেড়ে দেন।’

মুম্বাইয়ে কয়েক দশক কাটানোর পর ১৯৯৫ সালে কেরালায় যান রজনী।