বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মামলা প্রত্যাহার না করলে কঠোর পদক্ষেপ’

news-image

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : আল্লামা আহমদ শফীকে ‘হত্যা’র অভিযোগে দায়েরকৃত মামলাকে রাজনৈতিক চক্রান্ত ও ওলামায়ে-কেরামদের হয়রানি করার দুরভিসন্ধি। তাই অনতিবিলম্বে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার না করলে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবগণ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিবৃতি দেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবগণ হলেন মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হাকীম, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দ বলেন, ‘আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী রহ. এর স্বাভাবিক মৃত্যুর বিষয়টি স্পষ্ট হওয়ার পরও হেফাজত নেতৃবৃন্দ ও আলেম-ওলামাদের জড়িয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে মিথ্যা মামলা দায়ের হেফাজত, আলেম-ওলামা ও কওমী মাদরাসার বিরুদ্ধে ইসলমবিদ্বেষী গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের গভীর ষড়যন্ত্র বলে মনে করছি।’

বিবৃতিতে তারা বলেন, ‘আহমদ শফি রহ. এর মৃত্যু স্বাভাবিক ছিলো। কিন্তু আমরা লক্ষ করছি, তার স্বাভাবিক মৃত্যু নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যাচার করে যাচ্ছে। মৃত্যুর তিন মাস পর ওই মহল তার মৃত্যুকে অস্বাভাবিক আখ্যা দিয়ে অদৃশ্য রাজনৈতিক শক্তির ইন্ধনে দেশের স্থিতিশীল অবস্থা বিনষ্ট করার দুরভিসন্ধি চালিয়ে যাচ্ছে।’

তারা বলেন, ‘অনতিবিলম্বে দায়েরকৃত এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। না-হলে দেশের শীর্ষ ওলামায়ে-কেরামদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে হেফাজত নেতৃবৃন্দরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ