শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জাতীয় দলের ক্যাম্পে ফিরে ক্রিকেটাররা খুশি

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাকালে এ নিয়ে দু’বার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এর আগে শ্রীলংকা সফরের জন্য ক্যাম্প শুরু করলেও সিরিজটি হয়নি। এবার অবশ্য ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে পৌছে কোয়ারেন্টাইন করছেন। বাংলাদেশের ক্রিকেটাররা অবশ্য আগেও বিসিবি প্রেসিডেন্টস কাপ এবং বঙ্গবন্ধু টি-২০ কাপের জন্য ক্যাম্প করেছেন।

তবে এবারেরটা ভিন্ন। আন্তর্জাতিক ক্রিকেট সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে ফিরে তাই খুশি ক্রিকেটাররা। ১০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার মতো করে, নতুন ফেরার কথা উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল সোমবার ফেসবুকে অনুশীলনের ছবি দিয়ে লিখেছেন, নতুন ব্যাট হাতে নিলেই কেউ অতীত ঘুরে আসতে পারে না। করোনায় পূর্বের ফর্মে ফেরার দিকেই হয়তো অভিজ্ঞ এই ক্রিকেটার ইঙ্গিত করেছেন। মঙ্গলবার আবার ফেসবুকে ক্যাম্পে অংশ নেওয়া ক্রিকেটারদের ছবি দিয়ে লিখেছেন, দল। মুশফিক লিখেছেন, বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছি। আশা করছি ভালো একটা সিরিজ হবে।

অনুশীলনের ছবি দিয়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদরাও। তামিমের সঙ্গে আলাপের একটি ক্লিক শেয়ার করে সৌম্য লিখেছেন, ক্রিকেট নিয়ে আলোচনা। তাসকিন রোববার লিখেছেন, ওয়ানডে দলের অনুশীলন শুরু হলো। আমার ও দলের জন্য দোয়া করবেন। আফিফ লিখেছেন, খেলায় ফিরলাম।

মেহেদি মিরাজ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ক্যাম্প এবং সিরিজটাকে ‘নতুন শুরু’ বলছেন। আর তরুণ অলরাউন্ডার মাহেদি হাসান প্রথমদিন সাকিবের সঙ্গে অনুশীলন করার আনন্দ এবং অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। এছাড়া তরুণ-অভিজ্ঞ অনেক ক্রিকেটারই মাঠে ফিরতে পারার আনন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। করোনাকালে সিরিজটাও নিশ্চয় তারা আনন্দের সঙ্গেই পার করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা