শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কোভিড-১৯ : বিশ্বে শনাক্ত রোগী ছাড়াল ৯ কোটি

news-image

ওই সময় পর্যন্ত পুরো পৃথিবীতে ১৯ লাখ ৩৪ হাজার ৯৬ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। আর আক্রান্তদের মধ্যে ৪ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৫৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

এমন এক সময়ে শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটির ঘর ছাড়াল যখন যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের অতি সংক্রামক দুটি নতুন ধরন নিয়ন্ত্রণে লড়তে হচ্ছে বিভিন্ন দেশকে। একই সঙ্গে ভাইরাসের প্রকোপ কমিয়ে আনতে বিশ্বজুড়ে চলছে বড় আকারে টিকাদানের প্রস্তুতি।

জনস হপকিন্সের তথ্য বলছে, বিশ্বজুড়ে শনাক্ত রোগী দ্বিগুণ হতে সময় লেগেছে মাত্র ১০ সপ্তাহ। অক্টোবরের শেষ দিকে যেখানে শনাক্ত রোগীর সংখ্যা ছিল সাড়ে চার কোটি, এখন তা পৌঁছেছে নয় কোটির ঘরে।

আক্রান্তের সংখ্যায় সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ কোটি ২৩ লাখের বেশি মানুষের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যুর সংখ্যাতেও যুক্তরাষ্ট্র সবার চেয়ে এগিয়ে, এ পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে সেখানে।সংক্রমণের সংখ্যায় ভারত এখন বিশ্বে দ্বিতীয়, সেখানে এক কোটি সাড়ে চার লাখ রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে দেড় লাখ মানুষের।

মৃতের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল, সেখানে ২ লাখ ৩ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। সরকারি হিসাবে আক্রান্ত হয়েছে ৮ কোটি ১০ লাখের বেশি মানুষ।

দুই মাস আগে যুক্তরাজ্য থেকে করোনাভাইরাসের যে নতুন ধরনটি ছড়াতে শুরু করেছিল, সেটি মেক্সিকো, ফ্রান্স ও রাশিয়াতেও পৌঁছে গেছে।২০১৯ সালের শেষে চীনের উহান থেকে নতুন করোনাভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে এবং পরে তা মহামারীর রূপ পায়।

ব্যাপক বিধিনিষেধের মাধ্যমে চীন সরকার গতবছর এপ্রিলের পর থেকে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে রেখেছিল। ১০ জানুয়ারি চীনে ৮৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে রয়টার্স।সংক্রমণের এই উর্ধ্বগতির মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস টিকাদানের গতি বাড়ানোর চেষ্টা চলছে। যুক্তরাজ্যে সোমবার চালু করা হচ্ছে সাতটি বড় আকারের টিকাদান কেন্দ্র।

এখন সেখানে প্রতিদিন দুই লাখ মানুষকে টিকা দেওয়া হচ্ছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে থাকা নাগরিকদের টিকা দেওয়া শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাজ্য সরকার। সেই লক্ষ্য পূরণ করতে হলে সপ্তাহে ২০ লাখ মানুষকে টিকা দিতে হবে।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা