শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিনেটের ভোটে গর্ভপাতকে বৈধ ঘোষণা করলো আর্জেন্টিনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনায় গর্ভপাত বৈধ করা হয়েছে। বুধবার দেশটির সিনেটের ভোটে গর্ভপাতকে বৈধ ঘোষণা করা হয়।

বুধবার সকালে সিনেটে ওই ভোট অনুষ্ঠিত হয়। এতে গর্ভপাতের পক্ষে ভোট পরে ৩৮টি। আর এর বিপক্ষে ভোট পরে ২৯টি। এর ফলে এখন ১৪ সপ্তাহের আগেই গর্ভপাত করতে পারবেন দেশটির নারীরা।

ভোটে গর্ভপাত বৈধের ঘোষণায় রাস্তায় নেমে আসে দেশটির হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে তারা এ অধিকার আদায়ের চেষ্টা করেছেন। এদিকে গর্ভপাত বৈধ ঘোষণা করায় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের সিনেট ভবনের পাশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। গর্ভপাত বৈধ করার আগে দেশটিতে বাধা সৃষ্টি করেছিল ক্যাথলিক চার্চ। তবে শেষ পর্যন্ত লাতিন আমেরিকার প্রথম কোনো রাষ্ট্র গর্ভপাতকে বৈধতা দিল।
সূত্র: রয়টার্স

 

এ জাতীয় আরও খবর