বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবন মার্কেটে আরও অর্ধশতাধিক দোকান উচ্ছেদ

news-image

অনলাইন ডেস্ক : গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে অর্ধশতাধিক অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়েছে। রবিবার (২৭ ডিসেম্বর) চতুর্থ দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ নিয়ে মার্কেটটির দুই-তৃতীয়াংশ নকশাবহির্ভুত দোকান অপসারণ করল সংস্থাটি।

এ বিষয়ে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, ওই মার্কেটে সাত শতাধিক অবৈধ দোকান রয়েছে। রবিবার দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।

তিনি আরও জানান, আগামী কাল সোমবার পঞ্চম দিনের মতো এই মার্কেটে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।