শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হেলপার দরজা আটকায়, ড্রাইভার তরুণীকে টানাহেঁচড়া করে

news-image

সিলেট সংবাদদাতা : কলেজছাত্রীকে বাসের ভেতরে একাধিকবার চুলে ধরে টানাহেঁচড়া করে ধর্ষণেরচেষ্টা চালায় বাস চালক শহীদ। এসময় শহীদ ওই কলেজ ছাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা। তরুণী একাধিকবার বাঁচার জন্য চলন্ত বাস থেকে লাফ দেয়ার চেষ্টা করলেও দরজায় বন্ধ করে রাখেন হেলপার। এসময় শহীদ চুল ধরে বার বার ওই তরুণীকে বাসের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে ওই তরুণী বাসের গ্রিল ধরে দরজা দিয়ে লাফ দিয়ে রাস্তায় পড়ে যান। পরে দ্রুত গতিতে বাসটি নিয়ে যাওয়া হয় সুনামগঞ্জে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী পুলিশের কাছে এসব তথ্য জানায়।

এদিকে সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা ঘটনায় গাড়িচালক ও হেলপারকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ইতিমধ্যে পুলিশ সম্ভাব্য কয়েকটি স্থানে ধর্ষণ মামলার আসামিদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান চালিয়েছে। তবে আসামিরা গ্রেফতার এড়াতে স্থান পরিবর্তন করায় পুলিশ এবার প্রযুক্তির সহযোগীতা নিচ্ছে পুলিশ। গতকাল শনিবার ধর্ষণচেষ্টার ঘটনায় বাস চালক ও হেলপারসহ তিন জনের নাম উল্লেখ করে দিরাই থানায় তরুণীর পিতা বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি বাসচালক শহীদ মিয়া সিলেটের জালালবাদ থানার মোল্লারগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার মিজানুর রহামন বলেন, দিরাই থানায় বাসচালক, হেলপারসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ মামলার এজহার নামীয় আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশের একটি দল। জানা যায়, শনিবার বিকালে সিলেট থেকে বাড়ি যাচ্ছিলেন ওই কলেজ ছাত্রী। সিলেট দিরাই সড়কের সুজানগর এলাকায় বাসের সকল যাত্রী নেমে যাওয়ার সুযোগে মেয়েটিকে একা পেয়ে চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা করে বাসচালক ও হেলপারসহ অন্যরা।

এসময় মেয়েটি গাড়ি জানালা দিয়ে লাফ দিলে সড়কে পড়ে গুরুতর আহত হয়। আহত কলেজছাত্রীকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। মাথা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত ওই কলেজছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। মেয়েটি এখন সিলেট এমএজি ওসমানি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ বাসটি আটক করেছে।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা