শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মানসিকভাবে পিছিয়ে থাকবে উইন্ডিজ : মুমিনুল

news-image

স্পোর্টস ডেস্ক : নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে উইন্ডিজ। গত মার্চে সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ৩ ফেব্রুয়ারি থেকে। প্রায় ১ বছর পর খেলতে হবে। অন্যদিকে করোনাকালের মাঝেই দুটি টেস্ট সিরিজ খেলে ফেলেছে উইন্ডিজ। সহজ হিসেবে বাংলাদেশ তাদের থেকে পিছিয়ে থাকবে। কিন্তু টেস্ট অধিনায়ক মুমিনুল হকের মতে, ক্যারিবীয়রা উল্টো মানসিকভাবে পিছিয়ে পড়বে।

মিরপুর শের-ই-বাংলায় আজ মঙ্গলবার নিজের বক্তব্যের পেছনে যুক্তি দেখিয়ে মুমিনুল বলেন, ‘ওরা এর আগে তিন-চারটা সিরিজ (আসলে ২টি) জৈব-সুরক্ষায় খেলেছে। মানসিকভাবে একটু পিছিয়ে থাকতে পারে। কোনো দল সিরিজ হেরে এখানে এলে এটা আমাদের জন্য অবশ্যই ইতিবাচক দিক। যদিও ওরা টানা সিরিজ হেরে আসছে, কিন্তু তার মানেই এই না যে ওদের আপনি এখানে হারিয়ে দেবেন। ওদের সঙ্গে খেলতে হলে সবটুকু প্রচেষ্টা দিয়েই খেলতে হবে। সবার ভালো খেলতে হবে। ইতিবাচক দিক একটাই, ওরা একটু হতাশ থাকবে।’

দীর্ঘদিন জৈব-সুরক্ষা বলয়ের জীবন প্রাণশক্তি শুষে নেয়। পরিবার থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকতে হয়। কোভিড পরিস্থিতিতে জৈব সুরক্ষায় থেকে সিরিজ খেলার চ্যালেঞ্জ নিয়ে মুমিনুল আরও বলেন, ‘এটা তো শুধু আমাদের নয়, বর্তমানে যে অবস্থা, এই অবস্থায় সবারই একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে ইতিবাচকভাবে চিন্তা করা ভালো। কোভিডের পর শুধু আমরা নই, বিশ্বের অনেক দলকেই এই সমস্যায় ভুগতে হচ্ছে। যারা অনেক বেশি খেলছে, তারা আবার জৈব-সুরক্ষা বলয়ের ভেতরে থাকবে। এটাও একটা চ্যালেঞ্জের বিষয়। আপনি কীভাবে নেবেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এ জাতীয় আরও খবর

পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা মিলে বিক্ষোভকারীদের ওপর সমন্বিত হামলা চালায়

বাধার মুখে উত্তরায় বসন্ত উৎসব হয়নি: মানজার চৌধুরী

নতুন গান-স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটছে সালমার

সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু শনিবার : আদিলুর রহমান

হামলা হলে হাজারো নতুন পরমাণু স্থাপনা বানানো হবে, হুঁশিয়ারি ইরানের

হঠাৎ বেড়েছে মাংসের দাম

আইপিএলের সূচিতে আবারও পরিবর্তন

আগের দামেই সার পাবেন কৃষকরা

জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতেই লড়াই করেছে দেশের মানুষ : রিজভী

অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : মির্জা আব্বাস

রাবিতে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ, ভ্যালেন্টাইনস ডে প্রত্যাখ্যান

একজন ক্রীড়া অন্তপ্রাণ ব্যক্তিত্ব