মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদের বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ডিসেম্বরের শুরুটা জিনেদিন জিদানের জন্য ছিল ভয়ানক চাপের। দলের বাজে পারফরম্যান্সের জেরে চাকরি খোয়ানোর শঙ্কাও ভর করেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে খারাপ সময়কে পেছনে ফেলেছে দল। সবমিলিয়ে টানা পাঁচ ম্যাচে জিতেছে।

রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে খেলতে গিয়ে এইবারকে ৩-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। এই জয়ের ফলে টেবিল টপারদের সাথে একই অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই গোল করে বসেন করিম বেনজেমা। রদ্রিগের চিপ থেকে পাওয়া বলটি খুব সহজেই এইবারের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিককে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে দেন বেনজেমা। ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল।

ম্যাচের ১৩তম মিনিটে আবারও গোল। এবার গোলদাতা হলেন লুকা মদ্রিচ। তাকে গোলের জোগান দেন অবশ্য করিম বেনজেমাই। ২৮তম মিনিটে রিয়ালের ডিফেন্ডের দুর্বলতার সুযোগ নিয়ে দারুণ এক শটে গোলরক্ষক কুর্তোয়ার মাথার ওপর দিয়ে রিয়ালের জালে জড়িয়ে একটি গোল শোধ করেন কিকে।

ম্যাচ শেষ হওয়ার মুহূর্তে, ইনজুরি টাইমে (৯০+২ মিনিটে) দলের হয়ে তৃতীয় গোল করেন লুকাস ভাসকুয়েজ।

এই জয়ের পর রিয়াল কোচ জিদান বলেন, ‘আমরা কিছুটা ভুগেছি। তবে এটা খেলারই অংশ। আমরা ভালো শুরু করেছিলাম। দুটি গোলও আদায় করে নিয়েছি। তবে এরপর ম্যাচের চেহারা কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছিল। কারণ, এই মাঠে এসে খেলা খুব কঠিন। আর এইবার এমন এক প্রতিপক্ষ, যারা কখনো লড়াই থামিয়ে দেয় না।’

এ জাতীয় আরও খবর

১৫০ উপজেলায় ১৮৯১ প্রার্থীর মনোনয়ন দাখিল

ডিপিএলে এক ম্যাচে তিন সেঞ্চুরি

মুস্তাফিজের আইপিএলে খেলার ছুটি বাড়াল বিসিবি

আ’লীগ থেকে বড় মনিকে সাময়িক অব্যাহতি

পথে-ঘাটে-সচিবালয়ে, সর্বত্র ইসরায়েলে ইরানের হামলার প্রসঙ্গ

ইসরায়েলের আকাশে শক্তি প্রদর্শন ইরানের

নিজেদের রেকর্ড ভেঙে আইপিএলের সর্বোচ্চ রান হায়দরাবাদের

২৩ নাবিকসহ ২২ এপ্রিল দুবাইয়ে নোঙর করবে এমভি আবদুল্লাহ

এমভি আবদুল্লাহতে এখন কেন দেওয়া হলো কাঁটাতারের বেস্টনি?

সিলেটে বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, ৭০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন