শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমরা ঐক্যবদ্ধ, কাউন্সিলে নতুন নেতৃত্ব আসবে, জানালেন ড. কামাল

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজেদের মধ্যে বিভক্তি ঘুচানোর দাবি করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা ঐক্যবদ্ধ। আসন্ন কাউন্সিলে দলে নতুন নেতৃত্ব আসবে।

শনিবার নিজের বেইলি রোডের বাসায় বৈঠকের পর দুপুর ১২টায় এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ড. কামাল বলেন, আগামী ৯ জানুয়ারি বৈঠকে দলের কাউন্সিলের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, এই কাউন্সিলে নতুন নেতৃত্ব আসবে। কাউন্সিলের আগে দলের জেলা পর্যায়ের নেতৃত্বের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

এ সময় গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্য এম মোকাব্বির খান উপস্থিত ছিলেন।

চলতি বছরের শুরু থেকে বিভিন্ন বিষয়ে দলের নেতাদের মধ্যে অনৈক্য হয়। সে অনৈক্য এতটা তিক্ততায় পৌঁছায় যে, দলের মধ্যে দুটি গ্রুপ তৈরি হয়। এক গ্রুপ অন্য গ্রুপের সদস্যদের বহিষ্কার-পাল্টা বহিষ্কার করেন। এমনকি পৃথক কাউন্সিল করারও প্রস্তুতি নেন।

অবশেষে ড. কামাল হোসেনের আহ্বানে বিবদমান দুই গ্রুপ নিজেদের মধ্যে আলোচনা করে ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে বহিষ্কৃত নেতারা একটি বিবৃতি দাবি করেন। এরই ধারাবাহিকতায় গত রবিবার দুপুরে ড. কামাল হোসেনের সেক্রেটারি মো. শাহজাহান দলীয় প্যাডে একটি বিজ্ঞপ্তি পাঠান।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সম্প্রতি গণফোরামের অভ্যন্তরে ভুল বোঝাবুঝির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ভূত সমস্যার সমাধানকল্পে সব সহকর্মীদের সঙ্গে নিয়ে গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠান করা হবে।’

এছাড়া ইতিমধ্যে দলের মধ্যে যে বহিষ্কার-পাল্টা বহিষ্কার হয়েছে তা অকার্যকর বলে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের