বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের আশা আজই নিভে যেতে পারে

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেলেও জয়-পরাজয়ের নির্ধারণে কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে এখনো। সোমবার এর গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন হবে। এর মধ্য দিয়ে আগামী মেয়াদে কে মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন সেটি চূড়ান্তভাবে নির্ধারণ হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সাংবিধানিক রীতি মেনে আজ ৫০ অঙ্গরাজ্য এবং কলম্বিয়া জেলার ইলেকটোরাল ভোটাররা এক সঙ্গে বসে তাদের ভোট দেবেন। আর এতেই নির্ধারিত হয়ে যাবে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট।

সাধারণত নির্বাচনের পরই অঙ্গরাজ্যগুলোর ঘোষিত ফলাফলের মধ্য দিয়ে পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, সে বিষয়ে অনেকটা নিশ্চিত ধারণা পাওয়া যায়।

কিন্তু এবার ভোট জালিয়াতির অভিযোগ এনে পরিস্থিতি ঘোলাটে করে দিয়েছেন ট্রাম্প। নির্বাচনের এক মাস পরেও পরাজয় মেনে নেননি তিনি।

জয় দাবি করে ট্রাম্প শিবির গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে একের পর এক মামলা করেছে, শরণাপন্ন হয়েছে সুপ্রিম কোর্টেও। যদিও সব জায়গা থেকে ফিরিয়ে দেয়া হয়েছে ট্রাম্পকে।

সুপ্রিম কোর্টে আবেদন নাকচ হয়ে যাওয়ায় ইলেকটোরাল কলেজের সভা পিছিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

এ অবস্থায় সোমবার ৫০ অঙ্গরাজ্য ও কলাম্বিয়া জেলার ইলেকটররা ভোট দেবেন। বড় কোনো অঘটন না ঘটলে সেই ভোটে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট ও কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হচ্ছেন।

ইলেকটোরালদের এসব ব্যালট রাজধানী ওয়াশিংটন ডিসিতে পাঠানো হবে। ৬ জানুয়ারি কংগ্রেসে সেগুলো গণনা করা হবে। এই পর্যায়ে ফলাফল পাল্টানোর চেষ্টা করতে পারেন ট্রাম্প। তবে ধারণা করা হচ্ছে, তার সে চেষ্টা ব্যর্থ হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই

উপজেলা ভোট ব্যর্থ হলে ৭ জানুয়ারির প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে-সিইসি

সোনার দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেই থাকবে : শিল্পমন্ত্রী

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

আবারও ঢাকাই সিনেমায় পাওলি দাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যানসার-সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ

তীব্র গরমে মরছে মুরগি, বিপাকে খামারিরা

উপজেলা ভোটে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ

চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ