শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়, ধরা খেলেন প্রতারক

news-image

অনলাইন ডেস্ক : বগুড়া শহরে প্রতারণার সময়ে ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শহরের বাদুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়দানকারী ওই যুবকের নাম ইসতিয়াক মাহমুদ অভি (২৪)।

প্রতারক ইসতিয়াক মাহমুদ অভি জেলার দুপচাচিয়া উপজেলার পাঁচথিতা গ্রামের হাফিজার রহমানের ছেলে। বর্তমানে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় বাস করেন। বগুড়া সদর থানার উপ পরিদর্শক (এসআই) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সদর থানা পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাদুরতলা এলাকার তিব্বতের মোড় ও সোনা মিয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়দানকারী যুবক অভি এসময় পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে সেখানে দেখে অশালীন কথা বলতে থাকে। একপর্যায়ে নিজেকে বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বলে দাবি করে প্রতারক অভি তার কাছে থাকা অতিরিক্ত জেলা প্রশাসকের পরিচয়পত্রও দেখান। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে এক সময় প্রতারক অভি স্বীকার করেন তিনি আসলে অতিরিক্ত জেলা প্রশাসক নন। তিনি প্রতারণার জন্য পরিচয়পত্র তৈরি করেছেন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অতিরিক্ত জেলা প্রশাসকের পরিচয়দানকারী প্রতারক অভিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

তিন সেঞ্চুরিতে রেকর্ড ৬শ’ ছোঁয়া রান জিম্বাবুয়ের!

বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়া হবে ভয়াবহ: হোসেন জিল্লুর

দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল আসবে: সারজিস আলম

‘মন ছুঁয়ে গেল’ বছর শেষে নতুন অভিজ্ঞতা নুসরাতের

আবারো সুযোগের অপেক্ষায় আলিস

রোগীর স্বজন ও সাংবাদিককে মারধর, ৩ আনসার সদস্য বরখাস্ত

সচিবালয়ের অস্থায়ী প্রবেশ পাস বাতিল, সাংবাদিক প্রবেশেও বিধিনিষেধ

মাকে নিয়ে আবেগঘন পোস্ট পূজা চেরির

‘ডন’ খ্যাত এমপির ভাগিনা জনির জামিন : এলাকায় তোলপাড়!

বাঞ্ছারামপুরে নির্জন চরে ১০ ফিট গর্ত খুঁড়ে ২১ দিনের এতেকাফের সাধনায় রফিকুল!!

আল্লুকে রক্ষায় মাঠে নেমেছেন বাবা

জন্মদিনে বুলেট প্রুফ গাড়িতে বোনের বাড়িতে সালমান