বড়াইগ্রামে মাস্ক না পরায় ২৪ জনকে জরিমানা
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে মাস্ক না পরায় দোকানি ও পথচারীসহ ২৪ জনকে ৫২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়া বাজারে চারজনসহ অন্যান্য বাজারে অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ওই আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায় ও অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম সাথে ছিলেন।