সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে ছাত্রসমাজের মিছিলে পুলিশে বাধা : শিবির সন্দেহে আট ৩

news-image

রংপুর ব্যুরো : ধর্ষন ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে দ্বিতীয় দিনেও প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল রংপুর মহানগরী। এরই মধ্যে জাতীয় ছাত্রসমাজের মিছিলে পুলিশের বাধা দিয়ে নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে নগরীতে। এছাড়াও একটি মানববন্ধন থেকে ছাত্র শিবির সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার বিকেলে ৫ টায় ধর্ষন ও নারীর প্রতি নিপীড়নের প্রতিবাদে নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টি কার্যালয় থেকে একটি মিছিল বের করে জাতীয় সমাজ। মিছিলটি গেট দিয়ে বের হওয়া মাত্রই পুলিশ তাতে বাঁধা দেয়। এসময় পুলিশের সাথে ছাত্রসমাজের তীব্র বাকবিতন্ডা শুরু হয়।

এরই মধ্যে পুলিশ ব্যানার ছিড়ে ফিললে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। প্রায় আধা ঘন্টাব্যাপি পুলিশের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে সেখানে উপস্থিত হন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির। তিনি আসা মাত্রই পুলিশী বাধা ডিঙ্গিয়ে মিছিলটি পায়রা চত্বরে হয়ে ঘুরে পার্টি অফিসে সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাতীয় ছাত্রসমাজের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব সালিউর রহমান সৈকত, যুগ্ম আহবায়ক মুহিন সরকার, শহিদ বাবু, আরিফ হক, সামিউল ইসলাম শুভ, শ্রমিক পার্টির মহানগর সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মিছিলে বাঁধা দিয়ে ও এরশাদের ছবি সংবলিত ব্যানার ছিড়ে ফেলে পুলিশ প্রমাণ করেছে তারা ধর্ষনের পক্ষে। জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করে বক্তারা বলেন এখন থেকে প্রতিদিনই রংপুরের প্রতিটি উপজেলা ও পাড়া-মহল্লায় জাতীয় ছাত্রসমাজ ধর্ষন বিরোধী মিছিল করবে। তারা ধর্ষনের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্য মৃত্যুদন্ডের আইন পাশেরও দাবি জানান।

অন্যদিকে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে প্রেসক্লাবের সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতা ব্যানারের মিছিল থেকে শিবির সন্দেহে সালমন, সোহাগ ও হাদিয়া নামের তিনজন ফ্র্যিলান্সারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই দাবিতে সকাল থেকে নগরীর লালবাগ এবং কাচারী বাজার এলাকায়ও মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থী জনতা।

এ ব্যপারে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

এ জাতীয় আরও খবর

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে পড়ে নিহত ২

হিলিতে কাঁচা মরিচের দাম বাড়ল কেজিতে ৪০ টাকা

পা দিয়ে লিখে জিপিএ-৫, চমকে দিল রাব্বি

দেশে দুর্নীতি এক দিনে তৈরি হয়নি : নৌপরিবহন প্রতিমন্ত্রী

সরকার স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে : কৃষিমন্ত্রী

বনানী করবস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন হায়দার আকবর খান রনো

নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

জানা গেল সেই তিন জনপ্রতিনিধির এসএসসির ফল

শোবিজ অঙ্গনের যোদ্ধা মায়েরা

ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি উদ্ভট চিন্তা করছে : কাদের

বিএনপি এখন অদৃশ্য শক্তির ওপর নির্ভর হয়ে পড়ছে : পররাষ্ট্রমন্ত্রী

সেন্সরবোর্ড সদস্য হলেন পূর্ণিমা