সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় শোক দিবস, প্রস্তুুত রংপুর

news-image

রংপুর ব্যুরো : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুরে চলছে নানা আয়োজনের প্র¯ু‘তি। রংপুরে অবস্থিত বঙ্গবন্ধুর মূর‌্যালসহ পুরো রংপুর নগরী জুড়ে পরিস্কার-পরিছন্নতা, ব্যানার ফেষ্টুন সাটানো হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নির্দেশনায় একঝাঁক পরিছন্ন কর্মির মাধ্যমে দিবসটি পালনে রংপুরকে প্রস্তুুত করা হয়েছে।

শুক্রবার বিকেলে (১৪ আগষ্ট) সরেজমিনে দেখা গেছে, নগরীর ডিসির মোড়ের বঙ্গবন্ধু চত্ত¡রে অবস্থিত বঙ্গবন্ধুর মূর‌্যাল ধোঁয়া-মোছা, রংয়ের কাজ চলছে। আকাঁ হয়েছে সামাজিক নিরাপত্ত¡া ছক।

এদিকে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধুর মূর‌্যালসহ পুরো রংপুর জুরে পরিস্কার-পরিছন্নতার কাজ পরিদর্শন করেন রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। এসময় তার সঙ্গে ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মাহামুদুর রহমান টিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিয়া, সচিব রাশেদুল হক ও তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন প্রমুখ।

রংপুর সিটি কর্পোরেশনের পরিছন্ন বিভাগ (অঞ্চল-১) পরিছন্ন কর্মকর্তা মিজানুর রহমান মিজু জানান, রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং মেয়র মহাদয়ের নির্দেশনায় আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার পরিবারের সদেস্যদের স্বরণে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করার লক্ষ্যে সামাজিক দূরত্বতার ছক একে বঙ্গবন্ধুর মূর‌্যালের সমস্ত প্রস্তুতি শেষ করে করেছি।

প্যানেল মেয়র আলহাজ্ব মাহামুদুর রহমান টিটু বলেন, ১৯৭৫ সালের এই দিনে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার স্ব-পরিবারের সদেস্যদের হত্যা করা হয়। বাঙ্গালী জাতি এই দিনটি ভুলেনি। তাই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর বঙ্গবন্ধুর মুর‌্যালসহ গোটা নগরী উপযোগী করে গড়ে তোলা হয়েছে।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রথম প্রহরে রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামীলীগ, রংপুর সিটি কর্পোরেশন, জেলা পরিষদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল-কলেজ-মাদরাসা, আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করবেন। এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, কাঙ্গালী ভোজ, রক্তদান কর্মসূচী, বৃক্ষ রোপনসহ বিভিন্ন কর্মসূচী পালিত হবে।

এ জাতীয় আরও খবর

এই প্রথম ইসরায়েলে অস্ত্র পাঠানো স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান

১৪ বছর বয়সে জাতীয় দলে অভিষেক বাংলাদেশি পেসারের

বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

ওমর সানীর মতো ‘খাঁটি প্রেমিক’ দেখেননি মিশা

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলজট, ২ ঘণ্টা ধরে নেই বিদ্যুৎ

বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

প্রাথমিকে পুরোদমে ক্লাস শুরু মঙ্গলবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

মিল্টনের অনেক ভয়ংকর ঘটনা রয়েছে : ডিবিপ্রধান