শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে ভয়ংকর রাস্তা, যেখান থেকে বেঁচে ফিরলে সবাই নিজেকে ভাগ্যবান মনে করে (ভিডিও)

news-image

পথ যেদিকেই যাক, এগিয়ে যাওয়াই তার ধর্ম। তাই বলে সব পথে যাওয়া কিন্তু এক কথা নয়। কিছু পথ বিপজ্জনক। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাঁচটি রাস্তার খবর জানিয়েছে স্টোরিও নামের একটি ওয়েবসাইট। এসব রাস্তা দিয়ে এগিয়ে শেষপর্যন্ত প্রাণ নিয়ে ফিরতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করবেন সবাই।

১. দি আটলান্টিক ওশেন রোড : পাক্কা সাড়ে আট কিলোমিটার লম্বা এই রাস্তা, অবস্থান যার রীতিমতো সমুদ্রের মধ্যেই। সমুদ্রের মাঝখানে বেশ কয়েকটি দ্বীপের সাথে মোট আটটি সেতু জুড়ে তৈরি হয়েছে এই রাস্তা। সমুদ্রে যখন লম্বা আর বড় বড় ঢেউ খেলে যায়, তখন ভয়ঙ্কর হয়ে ওঠে এই রাস্তা। ঝড় উঠলে তো কথাই নেই, ওপথে কেউ গিয়েছে তো মরেছে! তবে যেমনই হোক না কেন, পর্যটকদের বেশ পছন্দের জায়গা এটি।

২. সাউথ ইয়ুঙ্গাস রোড :  বলিভিয়ার ৪৩ মাইল লম্বা, ভীতিকর এই রাস্তাকে বলা হয় ডেথ রোড বা মৃত্যুপথ! তবু এই রাস্তা ধরে কিছু কিছু মানুষকে চলতে হয়, কারণ বেশ কিছু গ্রামে যাওয়ার জন্য এই রাস্তার বিকল্প কোনো পথ নেই। অজস্র দুর্ঘটনায় প্রতিবছর অন্তত হাজারখানেক মানুষ মারা যায় এই রাস্তায়।

৩. ভিতিম রিভার ক্রসিং : নদী পেরোবার ৬০০ মিটার লম্বা ভিতিমের এই রাস্তা। সাইবেরিয়ার এই ব্রিজটি খুবই সরু এবং বিপজ্জনক। শীতের সময় যখন চারপাশ কুয়াশায় ঢাকা, অথবা বৃষ্টির দিনে এই রাস্তা পেরোতে চাইলে প্রচণ্ড সাহস দরকার।

৪. দ্য শিয়ারি রোড : শিয়ারি থেকে ইশতিয়ারি যাওয়ার পথের এটি ভারতে খুবই দুর্গম এক রাস্তা। পাথুরে এই রাস্তা রীতিমতো শ্বাসরুদ্ধকর, বিপজ্জনক। বৃষ্টির সময় কাদা জমে গেলে এই রাস্তাটি সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। কারণ, রাস্তাটি তখন প্রচণ্ড পিচ্ছিল হয়ে পড়ে এবং যানবাহনের নিয়ন্ত্রণ রাখাও তখন কঠিন হয়ে যায়।

৫. দ্য হিমালয় রোড : হিমালয় পর্বতে ওঠা যেমন বিপজ্জনক, হিমালয়ের আশপাশের রাস্তাও তেমনই ঝুঁকিপূর্ণ। শীতের সময় পুরো রাস্তা তুষার আর পানিতে ভরে যায়। রাস্তাটি এ সময় চরম বিপজ্জনক হয়ে ওঠে। ড্রাইভার যদি তখন সাবধানে না চলেন, তাহলে সে যাত্রাই হতে পারে তার শেষ যাত্রা!

https://www.youtube.com/watch?v=wvobLu0DRj8

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাতমোড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগ কৃষক সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের যে সমাধান দিলেন শেহজাদ

আর্মি স্টেডিয়ামে আজ গাইবেন রাহাত ফতেহ আলী খান

১০০০ কোটি পার করেছে ‘পুষ্পা-২’, জানুয়ারিতে দর্শকদের জন্য সুসংবাদ

যেখানে কবর হলো ওস্তাদ জাকির হুসেনের

সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু

আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

রংপুর চিনিকল চালুর সিদ্ধান্তে আবারো স্বপ্ন বুনছেন শ্রমিক-চাষিরা

বেক্সিমকোর বন্ধ কারখানা খুলে দিতে শ্রমিকদের সড়ক অবরোধ

অস্থিরতার পেছনে প্লেয়ার ও রেগুলেটরদের দুষলেন অর্থ উপদেষ্টা

নেশার টাকা জোগাড় করতে খুন করে দুই কিশোর ছিনতাইকারী