মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মাদকবিরোধী অভিযানের নামে রাঘববোয়ালদের ছেড়ে পুটি মাছকে ধরছে’

news-image

বিএনপির সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, মাদকবিরোধী অভিযানের নামে রাঘববোয়ালদের ছেড়ে পুটিমাছকে ধরছেন।তাদের কমিশন পেটে পরার সাথে সাথে তারা স্বচ্ছ হয়ে যাচ্ছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর তৃতীয় মাত্রা অনুষ্ঠা তিনি এসব কথা বলেন।

নিলোফার চৌধুরী বলেন, বাংলাদেশের এক নাম্বার ভিভিআইপি ইয়াবা সাপ্লাইয়ার হচ্ছে কক্সবাজারে এমপি বদি। বর্তমান সংসদে ডজনে ডজনে এমন বদি রয়েছে। এসব ইয়াবা সম্রাটদেরকে আওয়ামী লীগ প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। মাদকবিরোধী অভিযানের নামে পুটিমাছকে ধরছেন রাঘববোয়ালের কাছে যাচ্ছেন না। পেটের মধ্য কমিশন পরার সাথে সাথে রাঘববোয়ালরা স্বচ্ছ হয়ে যাচ্ছে। দুদকের মতো, ঢুকছে ওয়াশ মেশিনে কিছু সাবান (টাকা পয়সা) ছেড়ে দিলেন তারপর বের হয়ে আসলো একদম স্বচ্ছ ফেরেশতা হয়ে।

তিনি আরো বলেন, বিএনপির ইলিয়াস আলী গত কয়েকবছর ধরে নিখোঁজ অথচ তার বাসায় ডিবির নাম বলে কয়েকদিন যাবৎ ছাত্রলীগ যুবলীগেরা যেভাবে জানালার গ্রিল কাটা শুরু করেছে। এটা কি গণতন্ত্র। আওয়ামী লীগের হুকুম ছাড়া এখন কোথাও একটা মাছিও পড়তে সাহস পায় না। আপনারা বলেন বিএনপি না কি উন্নয়ন করতে পারেনি। আওয়ামী লীগ কি উন্নয়ন করেছে। ১ ঘণ্টা বৃষ্টি হলে ঢাকায় গাড়ির মাথা ভেসে থাকে। সেখানে আপনি উন্নয়নের কথা বলেন কি করে। শিক্ষার ক্ষেত্রে নকলের রমরমা অবস্থা। নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য কি রাস্তায় পানি জমিয়ে ভোট চাইতে হবে। রাস্তার পানিতে নৌকা নামিয়ে ভোট চাওয়া লাগবে আপনাদের।