রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

টেক্সাসে একের পর এক রহস্যময় বোমা বিস্ফোরিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক রহস্যময় বোমা বিস্ফোরিত হয়ে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে। সর্বশেষ টেক্সাসের সান অ্যান্টনিওর কাছে ফেডএক্স এর একটি গুদামে পার্সের মধ্যে থাকা বোমা বিস্ফোরিত হয়ে একজন আহত হয়েছেন।

টেক্সাসের স্চেটজ শহরে ফেডেএক্সের গুদামে সোমবার রাতে ওই বিস্ফোরণ হয়।

গত কয়েক সপ্তাহে টেক্সাসে এটি পঞ্চম বোমা বিস্ফোরণে ঘটনা। এর আগে টেক্সাসের রাজধানী অস্টিনে চারটি বোমা বিস্ফোরণে দুইজন নিহত এবং চারজন আহত হন।

ওই চারটি বোমার মধ্যে তিনটি আবাসিক ঠিকানায় পাঠানো পার্সেলের মধ্যে লুকানো ছিল। অন্য বোমাটি অস্টিনের দক্ষিণ-পশ্চিমের একটি সড়কে পোঁতা ছিল।

মার্কিন কেন্দ্রীয় আইনপ্রয়োগকারী সংস্থা এফবিআই এবং স্থানীয় একটি বোমস্কোয়াড ঘটনাস্থল পরীক্ষা করছে। এ ঘটনার পেছনে কারা দায়ী তা এখনও জানা যায়নি।