মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জমে উঠেছে ঈদের টুকিটাকি কেনাকাটা

news-image

ঈদ মানে শুধু নতুন পোশাক নয়, সাথে চাই আরও কত কী! সময়ের সঙ্গে আনুষাঙ্গিকের সেই তালিকাতেও এসেছে নতুনত্ব। পোশাক ছাড়াও ইমিটেশনের গহনা, কসমেটিকস, জুতা ও ভ্যানিটি ব্যাগসহ হরেক জিনিসের জন্য ক্রেতারা ছুটছে রাজধানীর নিউমার্কেট, চাঁদনী চক, গাউছিয়া, চন্দ্রিমা সুপার মার্কেটে।গাউছিয়া ও নিউ মার্কেটের কসমেটিকস ও গহনার দোকান ঘুরে দেখা গেল, এবারের ঈদে ভারতীয় জয়পুরী ও রাজস্থানী গহনার সেট, মনিহারি দুল, রতনচুর, গলার মাদানী, জয়পুরি আংটি, হাতের বাজু, পায়েল, শাড়ির ব্রুজ, হাতের ব্রেসলেট ও দেশি-বিদেশি পার্সের চাকচিক্যে আভা ছড়াচ্ছে দোকান-পাট। গাউছিয়া মার্কেটের অপর্ণা কসমেটিকস-এর বিক্রয়কর্মী জিতু রায় বলেন, ‘এবার ঈদে মেয়েদের জন্য বেশ কিছু নতুন ডিজাইনের ভারতীয় গয়না এসেছে। পোশাকের সঙ্গে মিলিয়ে তারা ভ্যানিটি ব্যাগও কিনছেন। তবে কসমেটিকস ও গয়নার বিক্রি বাড়ে ২০ রোজার পর।ধানমন্ডি থেকে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাউদিয়া আফরিন বলেন, ‘ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে টুকটাক সাজগোজের জন্য আমি প্রতিবারই নিউমার্কেট-গাউছিয়ায় আসি। জামা অন্য মার্কেট থেকে কিনলেও এখানে না আসলে ঈদের বাজার অপূর্ণ থেকে যায়। আর এখানে ইমিটেশনের গয়না ও অন্য জিনিসপত্রের দাম হাতের নাগালেই থাকে। টুকিটাকি আয়োজনে পিছিয়ে নেই দেশীয় ব্র্যান্ড আড়ংসহ অন্যান্য প্রতিষ্ঠান। আড়ং-এর বিক্রয়কর্মী জান্নাত জাহান ঋদি বলেন, ‘এবারও ‌‌আড়ং ঈদ উপলক্ষে পোশাকের পাশাপাশি সোনা, রুপা ও নানান ধাতবের গয়না, চুড়ি, কানের দুল এনেছে। এগুলোর মধ্যে মেটাল ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি গলার সেট ৯০০ থেকে এক হাজার ৮০০ টাকা, সুতার চুড়ি ২০ থেকে ৮০ টাকা, পিতলের চুড়ি ১৭০ থেকে ২২০ টাকা এবং পিতলের হাতের বালা ৮০০ থেকে ৯০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।নিউমার্কেট ও গাউছিয়ার ফুটপাতে বসা জুতার দোকানেও ক্রেতার কমতি নেই। তবে নগরীর এলিফ্যান্ট রোডের জুতার দোকানগুলোয় ভিড় সবচেয়ে বেশি।এ ছাড়া, ফুটপাতের বিভিন্ন দোকানে ৫০টির বেশি নতুন ডিজাইনের জুতা এসেছে বলে জানান ব্যবসায়ীরা। দাম ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে।গতবারের তুলনায় এবার বিক্রি ভালো বলে জানালেন এলিফ্যান্ট রোডের ফুটপাতে বসা জুতার দোকানি সাইফুল ইসলাম। ধানমণ্ডি থেকে জুতা কিনতে আসা এক দম্পতি বলেন, ‘ঈদের কাপড় কেনার পর ফুটপাত থেকেই আমি জুতা কিনি। এখানে দাম কম হওয়ায় একসঙ্গে ২-৩ জোড়া কেনা যায়।‘আড়ং ও অন্যান্য দেশীয় প্রতিষ্ঠানগুলোও মেয়েদের জন্য নতুন ডিজাইনের জুতা ও ব্যাগ এনেছে এবারের ঈদে।আড়ংয়ের বিক্রয়কর্মী মুজাহিদ বলেন, ‘এবারে ঈদে ৩০টির বেশি নতুন ডিজাইনের জুতা এসেছে। এগুলোর দাম এক থেকে দুই হাজার টাকা।‘এছাড়া ধানমন্ডির এ আর প্লাজা, রাপা প্লাজা, আনাম র‌্যাংকস, সীমান্ত স্কয়ারের দোকানগুলোও গয়না ও টুকিটাকি আয়োজনে সাজিয়েছে পসরা।