বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তীর-ধনুক নিয়ে আদিবাসীদের বিক্ষোভ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ১০ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় আদিবাসী পরিষদ। রংপুর বিভাগের ৮ জেলার সহস্রাধিক আদিবাসী নারী-পুরুষ তীর ধনুক ও বাদ্যযন্ত্র নিয়ে এ কর্মসূচিতে অংশ নেয়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাজেবগঞ্জ বাগদা ফার্ম এলাকার আদিবাস সাঁওতালদের হত্যা, বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

রবিবার দুপুর ১টার দিকে নগরীর শাপলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে কাচারী বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় মিছিলের নগরবাসী হাততালি দিয়ে আন্দোলনকারীদের সমর্থন জানায়।

সমাবেশে বক্তারা বলেন, সাজেবগঞ্জ বাগদা ফার্ম এলাকার আদিবাসী সাঁওতালদের হত্যা, বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তারা হামলার ঘটনায় পক্ষপাতের অভিযোগে গোবিন্দগঞ্জের ইউএনও ও ওসির প্রত্যাহারের দাবি জানান।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা জেলা সিপিবি সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রংপুর জেলা উদিচি সাধারণ সম্পাদক কাফি সরকার, জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা সভাপতি মনিলাল দাস, দিনাজপুর সভাপতি শিতল মারাডি, পীরগঞ্জ সভাপতি রোঞ্জিনা সরেন, রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্না, বাগমারা জমি উদ্ধার পরিষদের নেতা তিলিমন বাস্কে, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন পাহান, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি বিভূতি ভূষন মাহাতো, আদিবাসী গবেষণা পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, নওগাঁ জেলা বাসদ সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, রংপুর মহানগর বাসদের সাধারন সম্পাদক গৌতম রায়, রংপুর জেলা বাসদের সমন্বয়ক আব্দুল কুদ্দুস, মানবাধিকার কর্মী সারা মারান্ডী, অনিক আসাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চলছে

সরাইলে জমি সংক্রান্ত বিরোধ, হত্যা মামলার ১২ আসামী গ্রেফতার

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী