বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ জানুয়ারি খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি

khaleda_zia1482389949নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এ দিন ধার্য করে। এই মামলায় ৩২ জন সাক্ষ্য দিয়েছেন। এই ৩২ জন সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণের জন্য হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। যা শুনানির অপেক্ষায় আছে। এ কারণে আসামি পক্ষের আইনজীবীরা আত্মপক্ষ শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া আদালতে উপস্থিত হন। এসময় তার সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন নাতনি জাফিয়া রহমান। জাফিয়া খালেদা জিয়ার ছোট ছেলে প্রায়ত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে।

গত ১৫ ডিসেম্বর খালেদা জিয়ার পক্ষে অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য দিন ধার্য ছিল। ওই দিন আদালত আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে শুনানির জন্য ২২ ডিসেম্বর দিন ধার্য করেন। ২২ ডিসেম্বর হাজির না হলে খালেদা জিয়ার জামিন বাতিল হবে বলে জানিয়ে দেন আদালত।

এর আগে গত ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ শুনানি করেন। আত্মপক্ষ শুনানিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। এ মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।