মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৮ মে কসবা উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন ॥ সর্বত্র বইছে নির্বাচনী আমেজ

UP-election-120160328160135নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ মে কসবা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সর্বত্র বইছে নির্বাচনী আমেজ। পাড়া-মহল্লায় দোকান পাঠে চায়ের কাপে বইছে নির্বাচনী ঝড়। কারা হচ্ছেন ৯ ইউনিয়নের কর্তা । প্রার্থীগন ভোটারদের ধারে ধারে ঘুরে ভোট প্রার্থনা করছেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কে কি অবদান রাখবেন তা ভোটারদের নিকট প্রতিশ্রুতি দিচ্ছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় , কসবা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মধ্যে মহামান্য হাইকোর্টের নির্দেশে ৮নং কুটি ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। অপর ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র গত বৃহস্পতিবার (৫ মে) বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ সাংবাদিকদের জানান, কসবা উপজেলার ১নং মূলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদে মো. মোশারফ হোসেন, মো. মঈনুল ইসলাম ও মো. জালাল উদ্দিন। সংরক্ষিত আসনে ৯ জন এবং সাধারণ আসনে ৪৫ জন প্রার্থী রয়েছেন। ২নং মেহারী ইউনিয়নের চেয়ারম্যান পদে আবু তাহের মোল্লা, মোশারফ হোসেন, আব্দুল আওয়াল ও মো. আলম মিয়া। সংরক্ষিত আসনে ৯ জন এবং সাধারণ আসনে ৩১ জন প্রার্থী রয়েছেন। ৩নং বাদৈর ইউনিয়নের চেয়ারম্যান পদে আবু জামাল খান ও রবিউল ইসলাম। সংরক্ষিত আসনে ৬ জন এবং সাধারণ আসনে ২৬ জন প্রার্থী রয়েছেন। ৪নং খাড়েরা ইউনিয়নের চেয়ারম্যান পদে মো. কবিরুল আজাদ, মো. মিজানুর রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম ভূইয়া, কবির আহমদ খান, আবুল কালাম, আলমগীর কবির, মো. মাহবুব আলম বাবু মৃধা ও মো. হেলাল উদ্দিন। সংরক্ষিত আসনে ৮ জন এবং সাধারণ আসনে ৩৯ জন প্রার্থী রয়েছেন। ৫নং বিনাউটি ইউনিয়নে চেয়ারম্যান পদে এইচএম আলী আকবর,এএসএম ওমর ফারুক, মো. জহিরুল হক, একেএম ফরহাদ, মো. ইকবাল হোসেন, মো. তোফাজ্জল ও মোহাম্মদ মিজানুর রহমান। সংরক্ষিত আসনে ১৪ জন এবং সাধারণ আসনে ৫০ জন প্রার্থী রয়েছেন। ৬নং গোপিনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মিজানুর রহমান, মো. মাসুদুল হক ভূইয়া, এসএসএ মান্নান, আবু জাহের মাষ্টার ও কাউসার আহামদ। সংরক্ষিত আসনে ৭ জন এবং সাধারণ আসনে ২৯ জন প্রার্থী রয়েছেন। ৭নং কসবা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ আবদুল বাকের সরকার, মজিব মোল্লা, মো. মানিক মিয়া, মো. জহিরুল হক খাঁন ও মোহাম্মদ আতাউর রহমান। সংরক্ষিত আসনে ৯ জন এবং সাধারণ আসনে ২৯ জন প্রার্থী রয়েছেন। ৯নং কাইমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে রুবেল ও মো. ইয়াকুব আলী ভূইয়া। সংরক্ষিত আসনে ১০ জন এবং সাধারণ আসনে ৩০ জন প্রার্থী রয়েছেন। ১০নং বায়েক ইউনিয়নে চেয়ারম্যান পদে আল মামুন ভূইয়া, নাজমুল হাসান ও মো. শাহজাহান। সংরক্ষিত আসনে ১০ জন এবং সাধারণ আসনে ৩৩ জন প্রার্থী রয়েছেন।