বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা পাচ্ছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডটকম সম্পাদক জাবেদ রহিম বিজন

Bijonআমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া: চার গুনীকে সংবর্ধনা দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম। সংগঠনটি আয়োজিত আর এ কে সিরামিকস ২৫ তম বার্ষিক চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসবে মহান মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ এই গুনীদের সংবর্ধনা দেয়া হচ্ছে। এ বছর সংবর্ধনার জন্যে মনোনীত গুনীজনরা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান এডভোকেট,বিশিষ্ট সাংবাদিক জাতীয় প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আখতার ইউসুফ সানু,চ্যানেল-২৪ এর ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান রিয়াজ উদ্দিন জামি ও দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার,আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডটকম সম্পাদক জাবেদ রহিম বিজন। শনিবার উৎসবের সমাপনী দিবসে অর্ন্তভূক্ত রয়েছে গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরন। এদিন প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ড: মুহাম্মদ মোশাররফ হোসেন। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বুধবার ৪ দিন ব্যাপী এ উৎসব শুরু হয়েছে। এর উদ্ধোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম।সংগঠনের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাশুকের সভাপতিত্বে এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ মিজানুর রেজা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এ. আর. ওসমান গণি সজিব,প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমীন শাহীন। প্রকৌশলী ফারজানা বিনতে খান খেয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দীপ্ত মোদক।অনুষ্ঠানে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি চিতাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

Shishu Nattomপ্রতিদিনের অনুষ্ঠানমালায় বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি সংগীত,নাটক,নৃত্য ও আবৃত্তি পরিবেশনা রয়েছে। এছাড়াও শিশুদের গান,আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে উৎসবের প্রতিদিন। শিশুনাট্যমের প্রায় তিন শতাধিক শিশুর আঁকা এক হাজারেরও বেশি ছবি প্রদর্শিত হচ্ছে এ উৎসবে। শিশু নাট্যম এবারের উৎসব উৎসর্গ করেছে ভাষা সৈনিক ফরিদ উদ্দিন আহমেদকে।