বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আখাউড়ায় ইউপি নির্বাচন আওয়ামীলীগ মেয়রের পছন্দ আনারস

B Baria Map Mainআমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে প্রচারনায় নেমেছেন পৌরসভার আওয়ামীলীগ সমর্থিত মেয়র। এনিয়ে উত্তেজনা বিরাজ করছে সেখানকার একটি ইউনিয়নে। তার এই তৎপরতা দলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি করেছে উত্তেজনার। তাছাড়া এতে ঐ ইউনিয়নে বিএনপি প্রার্থীর জয়ের পথ সুগম হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয় নেতাকর্মীরা। আরো অভিযোগ স্থানীয় সংসদ সদস্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে দলের নেতাকর্মীদের আনারস প্রতীকের প্রার্থীর নির্বাচন করতে বলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে আনারসই আওয়ামীলীগের প্রতীক। মন্ত্রীর প্রতীক। জেলা আওয়ামীলীগ নেতারা জানান- আওয়ামীলীগের ঐ মেয়র দুটি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এরমধ্যে মোগড়া ইউনিয়নে সরাসরি তিনি দলীয় প্রার্থীর বিরুদ্ধে। ঐ ইউনিয়নে –প্রচারনায়ও অংশ নিচ্ছেন তিনি। বিদ্রোহী প্রার্থীর অফিসে মেয়র ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের অবস্থান ক্যামেরাবন্দী করে আপলোড করা হয়েছে ফেইসবুকে। যা ব্যাপক আলোচনায় এসেছে।
আগামী ৭ ই মে এই উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচন। এরমধ্যে আলোচিত মোগড়া ইউনিয়ন। এই ইউনিয়নে আওয়ামীলীগ মনোনয়ন দিয়েছে উপজেলা যুবলীগের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মো: মনির হোসেনকে। আর মেয়র তাকজিল খলিফা কাজল মনোনীত প্রার্থী হচ্ছেন আতাউর রহমান নাজিম। আর বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: নান্নু মিয়া। তবে মাঠ গরম রেখেছেন মনির আর নাজিম। মেয়র বিরোধীতায় আছে উত্তেজনাও। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: মনির হোসেন বলেন- প্রার্থী বাছাইয়ে তৃনমুল,উপজেলা এবং জেলার মোট ২৪ ভোটের মধ্যে ২২ ভোটই পেয়েছেন তিনি। তাকে দলের মনোনয়ন দেওয়ার পর বিরোধীতায় নামেন মেয়র তাকজিল খলিফা কাজল। বলেন তিনি আমার বিরুদ্ধে আতাউর রহমান নাজিমকে উদ্দেশ্যেমূলক বিদ্রোহী প্রার্থী করেছেন। আর এক্ষেত্রে মন্ত্রীর নাম বিক্রি করছে সে। বলছে প্রার্থী নাকি মন্ত্রীর ভাই। আনারসই আওয়ামীলীগের মার্কা,মন্ত্রীর মার্কা। অথচ মন্ত্রী এর কিছুই জানেননা। কিন্তু এসব বলে দলের নেতাকর্মীদের সে বিভ্রান্ত করছে। সে নিজে বিভিন্নস্থানে প্রার্থীকে নিয়ে গনসংযোগ করছে। বিভিন্ন গ্রামে হঠাৎ করে ডুকে লোকজনকে ডেকে জড়ো করে বলছে নাজিম ভাই মিটিং করবে আপনারা থাইকেন। তিনি মোগড়া বাজারে ঐ প্রার্থীর নির্বাচনে অফিসে বসছেন নিয়মিত। তার এই তৎপরতায় আমার চরম ক্ষতি হচ্ছে। বিস্ফোরনমুখ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আওয়ামীলীগের নিবেদিত প্রান নেতাকর্মীদের মধ্যে। তারা সবাই অধৈয্য হয়ে পড়েছেন। দলের কলঙ্ক হবে বলে কোন প্রতিবাদ করছিনা। যদিও প্রতিবাদ করা উচিত। মনির হোসেন বলেন- আমি ১৬ বছর ধরে উপজেলা যুবলীগের সভাপতি ও আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। তার শখ ছিলো সে যুবলীগের সভাপতি হবে। এই পদ পায়নি বলেই সে আমার বিরুদ্ধে। তার গ্রাম সদর উপজেলার বাসুদেবের কোড্ডা গ্রামে। সেখানকার ১২/১৩’শ লোক আখাউড়া পৌরসভায় থাকে। শক্তিশালী হিসেবে পরিচিত ঐ গ্রামের লোকজন আখাউড়া পৌরসভাকে কব্জা করেছে। এখন চাচ্ছে গোটা উপজেলাকে করায়ত্ত করতে। তাদের নানা কর্মকান্ডের প্রতিবাদ করার লোক নেই। মেয়র আখাউড়ায় একনায়কতন্ত্র কায়েম করেছেন। যা খুশি তাই করছেন। তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়না কেউ। আমি বরাবরই প্রতিবাদী হওয়ায় আমার বিরোধীতায় নেমেছে। তাছাড়া সে মনে করে আমি চেয়ারম্যান হলে সে আর ক্ষমতা দেখাতে পারবেনা। আমি তার বাধার কারন হয়ে দাড়াবো। মনির হোসেন আরো জানান-কাজলের ভাই দানিছ খলিফা বিভিন্ন মিটিংয়ে বক্তৃতা দিয়ে বলছেন কাজল মন্ত্রীর ভাই। আর কাজলের ভাই নাজিম। এখানে আওয়ামীলীগ নাই,নৌকা নাই। মার্কা হচ্ছে আনারস। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিউনা আক্তার,পৌর যুবলীগ সেক্রেটারী আবু কাউসার ও মোগড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো: নাসিম ভূইয়া তার নির্বাচনে বিরোধীতা করছেন বলে জানান আওয়ামীলীগ প্রার্থী মনির হোসেন। তিনি বলেন ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারীকে ফোন করলে ধরেনা। বাড়িতে গিয়েও তাকে পাইনা। সেও আমার অনেক ক্ষতি করছে। মোগড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী মিয়া জানান- তাকে মেয়র কাজল ২ দিন ফোন দিয়েছেন। বলেছেন নাজিমের নির্বাচন করো। এই বলে ফোন রেখে দিয়েছেন। বলেন আমরা কোন কিছু বলার সাহস পাইনা। কারন তিনি হচ্ছেন পাওয়ারের লোক। ঐ ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো: হানিফকে একাধিকবার ফোন দিয়েছেন মেয়র কাজল। হানিফ বলেন আমি দ্বিতীয়বার মেয়রের ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গে মন্ত্রী স্যাররে ফোন করি। জানাই আমাকে আনারস প্রতীকের নির্বাচন করতে বলা হচ্ছে। স্যার আমাকে বলেন কারো কথা শুনবেন না। আপনি নৌকায় ভোট দেবেন,নৌকার নির্বাচন করবেন। এসব বিষয়ে কথা বলতে চাইলে মেয়র তাকজিল খলিফা কাজল বলেন- আর কি কোন খবর পাননা। যা খবর পেয়েছেন তাই লিখেন। আমি এসব নিয়ে এখন কথা বলবোনা। এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার বলেন- জেলা আওয়ামীলীগ সদস্য ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল মোগড়া ইউনিয়নে সরাসরি আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছেন। আর আখাউড়া উত্তর ইউনিয়নে গোপনে গোপনে। আমরা তার বিরুদ্ধে তথ্য প্রমান সংগ্রহ করেছি। উপজেলা আওয়ামীলীগের কাছে অভিযোগ চাওয়া হয়েছে। বিদ্রোহী প্রার্থীকে নিয়ে তার গনসংযোগ এবং অফিসে বসে রয়েছেন এমন ছবি আমাদের হাতে এসেছে।