মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে প্রয়াত কবি ও শিল্পী মোশতাক দাউদীর স্মরণ সভা

news-image

নিউ ইয়র্কের সুপরিচিত প্রয়াত কবি ও শিল্পী মোশতাক দাউদীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধায় জ্যাকসন হাইটসের একটি হলরুমে এ স্মরণ সভার আয়োজন করেন যুক্তরাষ্ট্রস্থ প্রবাসী নাগরিক সমাজ । স্থানীয় সমাজ সেবক ফখরুল আলমের সভাপতিত্বে এবং সাংবাদিক  মুজাহিদ আনসারী ও রাজিব আহমেদের যৌথ সঞ্চালনায় মোশতাক দাউদীর বর্ণময় জীবন নিয়ে আলোচনা করেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাবেক বিটিভির প্রযোজক ও লেখক বেলাল বেগ, ঠিকানার প্রধান সম্পাদক মোঃ ফজুলর রহমান ও সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ, লুৎফুন নাহার লতা, নিহার সিদ্দিকী, মিথুন আহমেদ, আলী হাসান কিবরিয়া অনু,  হোসনে আরা বেগম, শরাফ সরকার ও আসাদ প্রমূখ।

স্মরণ সভায় আলোচকরা বলেন,মোশতাক দাউদী আপদামস্তক ছিলেন একজন সৃজনশীল মানুষ। সব সময় নিত্য-নতুন সৃষ্টির খেলায় মগ্ন থাকতেন মোশতাক দাউদী। ছড়া, কবিতা, রচনা, গদ্যে, দেয়াল পত্রিকা, প্রচ্ছদ নির্মাণ, শিল্পকর্মে তিনি ছিলেন সিদ্ধহস্ত। মোশতাক দাউদীর মৃত্যুতে বাংলা সাহিত্যে কিছুটা হলেও শূন্যতার সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান থেকে মোশতাক দাউদীর সমস্ত সৃষ্টি সম্ভার ধরে রাখার জন্য পরবর্তীতে বড় ধরণের পরিকল্পনা গ্রহনের তাগিদ দেয়া হয় ।