মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা একজন আমজাদ খান চৌধুরী!

news-image

ত্রিশঙ্কু মল্লিকঃ প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আমজাদ খান চৌধুরীর জন্ম ১৯৩৯ সালের ১০ নভেম্বর।

তিনি ১৯৫৬ সালে পাকিস্তান আর্মিতে যোগদান করেন।

১৯৭১ সালের ২৬ শে মার্চ রংপুরের পাকি ব্রিগেডের ব্রিগেড মেজর ছিলেন। একটি ব্রিগেডের ব্রিগেড মেজরের প্রধান কাজই হচ্ছে ব্রিগেডের অপারেশন পরিকল্পনআ করা বা ব্রিগেড কমান্ডারকে অপারেশন পরিকল্পনায় সাহায্য করা।

উল্লেখ্য যে সে সময়ে অপারেশন পরিকল্পনার অর্থই ছিল, বাংগালী নিধন, ধর্ষণ, অগ্নি সংযোগ ও লুট তরাজ।

মুক্তিযুদ্ধের শেষের দিকে তিনি পাকিস্তানে বদলী হয়ে চলে যান।

স্বাধীনতার পর প্রত্যাগত বাংগালী অফিসারদের সাথে তিনি বাংলাদেশে ফিরে আসেন।

তাকে বাংলাদেশ সেনা বাহিনীতে রেখে দেয়া হয়।

১৯৭২ থেকে ১৯৮০ পর্যন্ত তিনি চারটি প্রমোশোন পেয়ে মেজর জেনারেল পদে উন্নিত হন এবং সেই রংপুরের ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ পান।

১৯৮১ তে তিনি দুর্নীতির দায়ে সেনাবাহিনী থেকে বরখাস্ত /অকালীন বাধ্যতামূলক অবসরে যান। ঠিক ওই বছরেই তিনি রংপুর ফাউন্ড্রি লিমিটেড নামে তার ব্যবসা প্রতিষ্ঠান/কারখানা স্থাপন করেন।

পরে তিনি প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হন।

৯ই জুলাই, ২০১৫ তে তিনি ৭৬ বছর বয়সে তিনি মৃত্যু বরন করেন।