মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালের ঐতিহ্যবাহী ‘আল্লাহর মসজিদ’

news-image

  ঐতিহ্যবাহী 'আল্লাহর মসজিদ' গৌরনদী থানা সদর থেকে মাত্র দেড় কিলোমিটার উত্তরে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম পার্শ্বে বড় কসবা গ্রামে অতি প্রাচীন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী 'আল্লাহর মসজিদ'। এটির প্রয়োজনীয় সংস্কার ও ঐতিহ্য ধরে রাখার সুষ্ঠ রক্ষণাবেক্ষণ ব্যবস্থা না থাকায় আজ ধ্বংস হতে চলছে। মহান সৃষ্টিকর্তা আল্লাহর মসজিদ নামে নির্মিত এই ঐতিহ্যবাহী মসজিদটির নির্মাণ ইতিহাস সম্পর্কে জানা গেছে, বড় কসবা গ্রামটি এক সময় গভীর জঙ্গলে পূর্ণ ছিল। সম্রাট জাহাঙ্গীরের আমলে এই জঙ্গল আবাদ করার জন্য এক দল লোক নিয়ে সম্রাট জঙ্গল কেটে পরিস্কার করার সময় নয়টি গম্বুজ, পাঁচটি দরজা ও বহু মূল্যবান শ্বেত পাথরের এ মসজিদটির সন্ধান পান। গভীর জঙ্গল কেটে মসজিদ দেখতে পেয়ে এর কোনো প্রতিষ্ঠাতা বা নির্মাণকারীর সন্ধান না পেয়ে তখন ওই এলাকার মুসলমানরা এর নাম রাখেন 'আল্লাহর মসজিদ'। এই মসজিদকে ঘিরে ওই এলাকার আদিবাসীসহ ঐতিহাসিকগণের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে অলৌকিক এক ঘটনা। আজ থেকে প্রায় দেড়শ বছর পূর্বে এক অন্ধকার রাতে মসজিদটি পূর্ব পাশের দীঘি থেকে অলৌকিকভাবে ঐশ্বরিক মনি-মুক্তা ও শ্বেত পাথরের আটটি খাম্বা ওঠে। তার মধ্যে চারটি ওই মসজিদের মধ্যে অবস্থান নেয়। যা মসজিদের গম্বুজের সাথে মিশে যায়। অন্য চারটি খাম্বা ওই বিশাল দীঘি থেকে উঠতে থাকা অবস্থায় সুবহে ছাদেকের সময়ে ওই এলাকায় জৈনিকা নববধূ গোসল করতে দীঘির পাড়ে গিয়ে ঐশ্বরিক ওই চারটি খাম্বার উপর উঠলে খাম্বা চারটি দীঘির পানির নিচে চলে যায়। সেই থেকে মসজিদের মধ্যে থাকা খাম্বা চারটি থেকে আজ পর্যন্ত আল্লাহর কুদরতি তেল জাতীয় পদার্থ বের হচ্ছে। ওই তেলকে ওই এলাকার মানুষ রহমতের তেল বলে মনে করে। ওই তেল জাতীয় পদার্থ ব্যবহার করে অনেক অনেক কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছে বলে এলাকার জনশ্রুতি রয়েছে। ফলে প্রতিদিন জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে হাজার হাজার লোক ওই তেল সংগ্রহের জন্য এখানে উপস্থিত হয়। এতে বহু লোক দূরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করেছে এমন নজিরও রয়েছে এখানে। ১৯৬৮ সালে তৎকালীন সরকার ঐতিহ্যবাহী ওই প্রাচীন আল্লাহর মসজিদের জন্য মোট সত্তর শতাংশ জমি মসজিদের দখলে নেয়। স্থানীয় জনসাধারণ মসজিদটির পবিত্রতা রক্ষা ও সুষ্ঠ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। মসজিদের মধ্যে বহু মূল্যবান শ্বেত পাথর এখন বিলুপ্তির পথে। অসংখ্য পাথরের মধ্যে এখন মাত্র ১২টি ছোট পাথর রয়েছে। প্রাচীনতম ইটগুলো ঝরে পড়েছে। মসজিদের কোনো সীমানা না থাকায় সেখানের মাঠে অবাধে গবাদী পশু বিচরণ করে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে। গৌরনদী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মোঃ শামসুল হক মিয়া মসজিদের দীঘিতে একটি বড় ঘাটলা তৈরি করে দিয়েছেন। স্থানীয় প্রশাসন মসজিদের দীঘিতে মাছ চাষ করে প্রতিবছর বিপুল পরিমান রাজস্ব আয় করছেন। এখানকার জনসাধারণ মসজিদটির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও সংস্কারের মাধ্যমে কালের সাক্ষী এ মসজিদটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। 

এ জাতীয় আরও খবর

নিভেছে সুন্দরবনের আগুন, আরও ২-৩ দিন থাকবে পর্যবেক্ষণে

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে

ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১

ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোটগ্রহণ শুরু

গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত, রাফাহতে হামলার ঘোষণা ইসরায়েলের

সিরিজ নিশ্চিতের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

উপজেলা নির্বাচন : ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

চারদিনে ডিমের দাম বেড়েছে ডজনে ২০ টাকা

১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি

সুপ্রিমকোর্টের রায়ে ইমরান খান ক্ষমতায় ফেরার আশা

গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির গণতন্ত্রের প্রতি আগ্রহ কোনোদিন ছিল না : ওবায়দুল কাদের