বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জেনে রাখুন ঘাড়ের পেছনে মাত্র ১ টুকরো বরফ ধরে রাখার কিছু জাদুকরী উপকারিতা!

news-image

টিপস ডেস্কমাত্র ১ টুকরো বরফ কী-ই বা করতে পারে? অনেকের কাছে বরফের ক্ষমতা শুধুই পানি ঠাণ্ডা করা বা প্রয়োজনে দেহ শীতল করা। আক্ষরিক অর্থেই আমরা এই সামান্য ১ টুকরো বরফের ক্ষমতা সম্পর্কে একেবারেই জানি না। আমাদের ঘাড়ের পেছনে একটি বিশেষ প্রেসার পয়েন্ট আছে। আর সেই বিশেষ পয়েন্টে ১ টুকরো বরফ ধরে রাখার জাদুকরী ক্ষমতা আপনার দেহের নানান সমস্যা দূর করে দিতে পারে নিমেষেই। বিশ্বাস হচ্ছে না? চলুন তাহলে জেনে নেয়া যাক মাত্র ১ টুকরো বরফের জাদুকরী উপকারিতা সম্পর্কে।

জেনে নিন জাদুকরী ক্ষমতা সম্পর্কে
১) হজম সংক্রান্ত সমস্যা দূর করবে

২) ঘুম সংক্রান্ত সমস্যা দূরে রাখবে

৩) মানসিক চাপ মুক্ত রাখবে

৪) ঠাণ্ডা, সর্দি-কাশি দূরে রাখবে

৫) মাথাব্যথা, দাঁতে ব্যথা সহ শারীরিক নানা দীর্ঘমেয়াদী ব্যথা দূর করবে

৬) শ্বাস প্রশ্বাসের সমস্যা সমাধান করবে এবং কার্ডিওভ্যস্কুলার সমস্যা দূরে রাখবে

৭) থাইরয়েড সমস্যা নিরাময়ে সহায়তা করবে

৮) মেয়েদের মাসিকের সমস্যা সমাধান করবে

৯) মন মেজাজের তারতম্য দূর করবে।

পদ্ধতিঃ

উপরের ছবিটি লক্ষ্য করুন। ঘাড়ের ঠিক মাঝখানের যে পয়েন্টটিতে নির্দেশ করা রয়েছে এই পয়েন্টটিই প্রধান। এই অংশটির নাম ফেং ফু। এই প্রেসার পয়েন্টটিই অনেক ধরণের প্রাচীন চিকিৎসা শাস্ত্রে ব্যবহার হয়ে এসেছে। আপনাকে কিছুই করতে হবে না শুধু আপনার মাথার এই পয়েন্টটি খুঁজে বের করতে হবে। এই পয়েন্টটি খুঁজে বের করার পর ১ টুকরো বরফ এই পয়েন্টে ধরে রাখুন। ২০ মিনিট এই পয়েন্টে বরফের টুকরো ধরে রাখুন।

নিয়মিত সকালে নাস্তা খাওয়ার আগে এবং রাতে ঘুমুতে যাওয়ার পূর্বে এই কাজটি করুন। মাঝে ২-৩ দিনের বিরতি দিয়ে নিয়মিত এই পদ্ধতিটি ব্যবহার করুন।

যদি ৩০-৪০ সেকেন্ড ধরে রাখার পরে এই পয়েন্টে কিছুটা উত্তাপ অনুভূত হয় তাহলে ভয় পাবেন না। নিয়মিত এই পদ্ধতি পালনে শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক ভাবেও সুস্থতা বোধ করবেন।

বিস্তারিত বুঝতে পড়তে পারেন মূল লিংকটিঃ
১) http://www.whydontyoutrythis.com/2015/03/why-you-should-put-an-ice-cube-…
২) http://diply.com/auntyacid/ice-cube-point-head-neck-feng-fu-pressure-poi..

এ জাতীয় আরও খবর