বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে সন্ত্রাসবাদ: ১০ বছরে নিহত ৫৬,৪৮০

news-image

পাকিস্তানে সন্ত্রাসবাদের গ্রাফ ক্রমাগত ঊর্ধ্বমুখী। তাতে বিরাম বা হ্রাসের কোন লক্ষণ নেই। গত ১০ বছরে সন্ত্রাসী হামলায় দেশটিতে নিহতের হার বেড়েছে ৭৪৮ শতাংশ। ২০০৫ ও ২০১৪ সালের মধ্যে সন্ত্রাসী হামলায় নিহতের হার ৭৪৮ দশমিক ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে ওই একই সময়ে ভারতে সন্ত্রাসী হামলায় মৃত্যুর হার ৭০ শতাংশ কমেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ২০০৫ সাল থেকে পাকিস্তানে ৫৬,৪৮০ জন সন্ত্রাসবাদের শিকার হয়েছেন। সে হিসাবে প্রতিদিন সেখানে প্রাণ হারিয়েছেন প্রায় ১৪ জন। নিহতদের মধ্যে ৫৪ দশমিক ৪৩ শতাংশ বা ৩০ হাজার ৭৯৯ জন সন্ত্রাসী, ৩৪ দশমিক ৯৫ শতাংশ বা ১৯ হাজার ৭৪০ জন বেসামরিক নাগরিক এবং ১০ দশমিক ৫২ শতাংশ বা ৫ হাজার ৯৪১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। গত বুধবারও বন্দরনগরী করাচিতে মোটরবাইকে চেপে ৬ সন্ত্রাসী স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে। ওই হামলায় ৪৩ জন নিহত ও ২০ জন আহত হন। সম্প্রতি বাসে ওই হামলার পূর্ব পর্যন্ত পাকিস্তানে ২০১৫ সালে ১,৫২০ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ভারতে সন্ত্রাসবাদের শিকার হয়ে ২০০৫ সাল থেকে এ পর্যন্ত ১৯,৩৮৫ জন নিহত হয়েছেন। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৫ জন করে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৪৫ দশমিক ৯৭ শতাংশ বা ৮ হাজার ৯১১ সন্ত্রাসী, ৩৭ দশমিক ৭২ শতাংশ বা ৭ হাজার ৩১২ জন বেসামরিক নাগরিক এবং ১৬ দশমিক ৩১ শতাংশ বা ৩ হাজার ১৬২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। ২০১৫ সালে এ পর্যন্ত সন্ত্রাসবাদের কারণে দেশটিতে ২৫১ জন প্রাণ হারিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি