ছতুরা দরবার শরীফের মাহফিল সোমবার
শেখ কামাল উদ্দিন : ধর্মপ্রাণ মুসলিম জনতার ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঐতিহ্যবাহী ছতুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীরে কামেল আল্লামা হযরত মাওলানা আবদুল খালেক (র.) এর ৫৮তম ইছালে ছাওয়াব মাহফিল আজ (১৬ ফেব্রুয়ারি) সোমবার বাদ আসর শুরু হবে।
পীর সাহেবের দৌহিত্র বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর সাবেক চেয়ারম্যান জাহিদ কুদ্দুছ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে ছতুরা, ফুরফুরা, শর্ষিণা, আড়াইবাড়ী, সোনাকান্দা, ধামতীসহ দেশের বিখ্যাত দরবার শরীফের পীর সাহেবান, বিশিষ্ট ওলামায়ে কেরাম ওয়াজ-নছিহত, যিকির-আযকার, তালিম-তরবিয়াত ও মূল্যবান বক্তব্য রাখবেন। পীর সাহেবের পুত্রদ্বয় ব্রিগেডিয়ার (অব) মরহুম আবদুল কুদ্দুছ ও মরহুম মোবাশ্বের হোসেন কাউছার (র.) এর আওলাদ গণমাহফিল পরিচালনা করবেন। মাহফিলের ভক্ত-মুরিদ ও শুভাকাংখীগণ পূর্ব থেকেই মাহফিলে উপস্থিত হতে শুরু করেছেন। প্রতি বছরে ন্যায়এবার ও লক্ষাধিক মুছল্লির আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে। মাহফিল প্রাঙ্গণ পরিদর্শন করা দেখা গেছে; মসজিদ, মাজার, ছতুরা চান্দপুর উচ্চ বিদ্যালয়, হাফেজী মাদরাসা, খানকাহ, জিয়ারতগাহ, পাশের খালি ময়দান সামিয়ানা দ্বারা প্যান্ডেল তৈরি, অযু, গোসল, এস্তেঞ্জার জন্য পৃথক পৃথক স্থান অত্যন্ত সুচারু রূপে ব্যবস্থা করা হয়েছে।
মরহুম মাওলানা আবদুল খালেক (র.) জগদ্বিখ্যাত ভারতের সুপ্রসিদ্ধ সিলসিলা ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবুবকর ছিদ্দিক (র.) ও নোয়াখালীর প্রসিদ্ধ পীর ছুফি ছদরুদ্দিন (র.) এর খলিফা ছিলেন। তাঁর মাজার প্রাঙ্গণে প্রতিদিন হাজার হাজার ধর্ম প্রাণ মুসলিম জনতা জিয়ারত করতে আগমন করেন। বার্ষিক এ মাহফিলে দেশের বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক, মাইক্রো, প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজিসহ বিভিন্ন যানবাহনের সাহায্যে যোগদান করে থাকেন। মাহফিল কে ঘিরে এলাকায় সাজ সাজরব লক্ষ্য করা গেছে। একবার নাএলে এখানকার মাহাত্ম্য বুঝেউঠা সম্ভব নয়।