মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যান্ড্রয়েড ফোনে নতুন?

1d5d67c845ff22dea4f1c7aa0171a532-device-assist-3

আন্তর্জাতিক ডেস্ক :যাঁরা প্রথম অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন, তাঁদের যথাসাধ্য সাহায্য করছে গুগল। ‘ডিভাইস অ্যাসিস্ট’ নামের নতুন একটি অ্যাপও প্লে স্টোরে উন্মুক্ত করেছে গুগল কর্তৃপক্ষ।

এ অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নানা কাজে লাগবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কোনো সমস্যা দেখা দিলে এই অ্যাপ তা শনাক্ত করতে পারে এবং অ্যান্ড্রয়েড ফোনের ফিচারগুলো কীভাবে সঠিকভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে সাহায্য করে। এক খবরে আইএএনএস এ তথ্য জানিয়েছে।

নতুন অ্যান্ড্রয়েডনির্ভর ফোন ব্যবহারকারীরা এটি ব্যবহারের সময় কোনো ঝামেলায় পড়লে এই অ্যাপটি থেকে সাহায্য নিতে পারবেন। ফোনে ব্যাটারি, নেটওয়ার্ক সংযোগ কিংবা জিপিএসের মতো সমস্যা ধরা পড়লে এই অ্যাপ থেকেই সমাধান করা যাবে। ফোনের পারফরম্যান্স উন্নত করা ও নতুন ফিচারের অভিজ্ঞতা নেওয়ার কাজেও এ অ্যাপটিকে কাজে লাগানো যাবে।

গুগলের নেক্সাস সিরিজ ও প্লে সংস্করণের ডিভাইস ব্যবহারকারীরা ‘লাইভ গুগল সাপোর্ট’ পাবেন।

একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তাঁর মন্তব্যে লিখেছেন, যাঁরা খুব বেশি প্রযুক্তিবান্ধব নন, তাঁদের জন্য দারুণ একটি অ্যাপ। যাঁরা নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনে আমার কাছে সব সময় সাহায্য চান, তাঁদের আমি এ অ্যাপটির কথা বলেছি।’

নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কাজে লাগবে—এমন বেশ কিছু পরামর্শ এই অ্যাপের মধ্যে রয়েছে।

অ্যাপটির লিংক (https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.cavalry)