শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিমান্ডে দুই সহোদর ভাই, ড্রাম উদ্ধার

sssssssssssssmmmmmmmmmmmআমিরজাদা চৌধুরী : সহোদর ভাই মীর মো: সাথিল ও মীর মিথিলকে ৪ দিনের রিমান্ডে  এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আপন চাচাতো ভাইয়ের তিন বছর বয়সী শিশুপুত্রকে হত্যার অভিযোগে পুলিশ গ্রেফতার করে এই দুই ভাইকে। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পুলিশ সাথিল ও মিথিলদের গোয়াল ঘর থেকে শুক্রবার সন্ধ্যায় একটি ড্রাম উদ্ধার করেছে। ধারনা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর এই ড্রামের ভেতর ভরে রাখা হয়েছিলো।  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের মীর মো. সজিবের শিশুপুত্র মীর মো: রাব্বী হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গত ১৯ অক্টোবর ফুল মিয়ার ছেলে মীর মো: মিথিলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ৩ দিনের রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করে। মিথিলের বড় ভাই সাথিলকে পুলিশ গ্রেফতার করে গত ২রা নবেম্বর । তাদের দু-জনকে গত ৬ ই নবেম্বর একত্রে আবার ৪ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হাসান জানিয়েছেন তারা এখনো মুখ খুলেনি। তাদের গোয়ালঘর থেকে ড্রামটি উদ্ধারের কথা জানান তিনি। এদিকে কামাল ওরফে চোরা কামাল নামে সন্দেহভাজন আরেকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। রাব্বী নিখোজ হওয়ার আগে-পরে কামালের সঙ্গে সাথিল ও তাদের আত্বীয় শাহআলমের বিভিন্ন সময়  ফোনে কথাবার্তা হয়েছে বলে সুত্র জানায়। রাব্বীকে বাড়ির আঙ্গিনা থেকে তুলে নেয়ার আগ পর্যন্ত  তার সঙ্গে খেলায়রত ছিল সমবয়সী তায়্যিবা। গত ৩ রা নবেম্বর পুলিশ তায়্যিবাকেও জিজ্ঞাসাবাদ করে। রাব্বীকে কে তুলে নিয়ে গিয়েছিলো তার নাম তায়্যিবা পুলিশকে জানিয়েছে বলে সুত্র জানায়। পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সুত্র জানায়, তারা এখন সাথিল ও মিথিলের আত্বীয় টানচক গ্রামের শাহআলমকে গ্রেফতারের চেষ্টা করছে। হত্যাকান্ডে তার জড়িত থাকার তথ্য রয়েছে পুলিশের কাছে। রাব্বী নিখোজ হওয়ার এক ঘন্টা আগে থেকে ঐদিন বেলা সাড়ে ১২ টা পর্যন্ত একই সঙ্গে শাহআলম ও সাথিলের মোবাইল ফোন বন্ধ ছিলো। তাছাড়া ঐদিন সাথিল ও মিথিলদের গোয়ালঘরটি সারাদিনই তালাবদ্ধ ছিলো। এই ঘর থেকেই শুক্রবার পুলিশ ড্রামটি উদ্ধার করে। উল্লেখ্য, গত ১১ ই অক্টোবর বাড়ির পাশের পুকুর (মনাইয়ের বাড়ির পুকুর) থেকে উদ্ধার হয় রাব্বীর লাশ। এরআগে ৯ ই অক্টোবর বাড়ির আঙ্গিনা থেকে নিখোজ হয় শিশু রাব্বী। সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে নিখোজ হয় সে। লাশ উদ্ধারের দিনই রাব্বীর পিতা ও দাদার সন্দেহের ভিত্তিতে রাব্বির চাচাতো চাচা মীর আবুল বাশার এবং তাঁর দুই ছেলে আমেরিকান ইন্টারনাশনাল ইউনিভার্সিটির এমবিএর ছাত্র মীর মানিক (২৫) এবং আরেক ছেলে সাউথইষ্ট ইউনিভার্সিটির এলএলবির ছাত্র মীর রতনকে (২৩) আটক করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে হত্যা মামলার এজাহার দেন রাব্বির বাবা মীর মো. সজিব। এই মামলার ১ নম্বর আসামী মীর আবুল বাশার থানা হাজতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের কয়েকজনের জিম্মায় তাকে ছেড়ে দেয় পুলিশ। এরপর মিথিল গ্রেফতার হওয়ার পর ঘটনা মোড় নেয় অন্যদিকে। মিথিলকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে পুলিশ তার রিমান্ড আবেদন করে। ঐ আবেদনে  মিথিল হত্যাকান্ডে জড়িত এমন বিভিন্ন তথ্য পুলিশের কাছে রয়েছে বলে উল্লেখ করা হয়।
যে পুকুর থেকে রাব্বীর লাশ উদ্ধার হয়েছে এর পাড়ের একটি ঘরে বসবাসকারী পাহারাদার হাবিব মিয়া ও  তার স্ত্রী জায়েদা বেগমকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । এছাড়াও সাথিল-মিথিলের বাবা ফুল মিয়া,তার নাতি রাজিব,ঘাটিয়ারা গ্রামের শোভা মোল্লা ও হাবিবসহ আরো বেশ কয়েকজনকে এপর্যন্ত জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে নিস্পাপ এই শিশু খুনের কারন এখনো খুজে পায়নি পুলিশ। তবে এই খুনের পেছনে সম্পদ নিয়ে ক্ষোভ বিরোধ কাজ করেছে এমনটা ধারনা করা হচ্ছে। সুলতানপুর দক্ষিনপাড়ার মনাইবাড়ির কুতুব মিয়া,সোনামিয়া ও ফুল মিয়া আপন ৩ ভাই। তাদের মধ্যে মেঝ ভাই  সোনা মিয়া জীবিত নেই। সোনামিয়ার ছেলে আবুল বাশারের সঙ্গে জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে ফুল মিয়া আর তার ছেলেদের। কোরবানীর ঈদের পরদিন এ নিয়ে গ্রামে সালিশও বসে। সেখানে একটি ফয়সালাও হয়। বাশারের ছেলেরা সালিশের রায় মেনে নিলেও ফুল মিয়ার ছেলেরা তা মানতে গড়িমসি শুরু করে। এই সালিশ হওয়ার ৩ দিন পরই গত ৯ ই অক্টোবর সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে নিখোজ হয় রাব্বী। এর দু-দিন পর মিলে তার বস্তাবন্দি লাশ। নিহত রাব্বীর দাদা কুতুব মিয়া জমি বিক্রি করে সম্প্রতি ১৩ লাখ টাকা পান। সেই টাকা তার ছেলে সজিব মিয়ার নামে ব্যাংকে গচ্ছিত রেখে দেন। এনিয়ে কুতুব মিয়ার অন্য ৪ ছেলে ও ৩ মেয়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। হত্যার পেছনে এই কারনও আলোচনায় আসে।

 

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক