রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সিরিয় সেনাদের মাথা কেটে ঝুলিয়ে রেখেছে আইএসআইএল!

excute-300x181

সিরিয়া এবং ইরাকে দখলকৃত এলাকায় নতুন রাস্ট্র ইসলামিক স্টেট ঘোষনাকারী তাকফিরি গোষ্ঠী আইএসআইএল সিরিয়ার সরকারি সেনাদের একটি ঘাঁটি দখলের পর ৫০ সেনাকে হত্যা করে তাদের মাথা বিচ্ছিন্ন করে খুঁটির ওপর ঝুলিয়ে প্রদর্শন করছে।

একটি ভিডিও ফুটেজে ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসীদের এই নৃশংসতা প্রকাশিত হয়েছে। ডেইলি মেইলসহ বেশ কয়েকটি সংবাদ সূত্র এই ভিডিওটিকে সত্যিকারের ঘটনা বলে উল্লেখ করেছে। 

ইসরাইলি শক্তির মদদপুষ্ট এসব গ্রুপ গাজায় ইসরাইলের সাম্প্রতিক গণহত্যার ব্যাপারে নীরব রয়েছে।

আই এস আই এল/আই যোদ্ধা

সাধারণ মানুষের ওপর গণহত্যা চালিয়ে বীরত্ব জাহির করতে অভ্যস্ত এসব গোষ্ঠীর বোমা হামলায় গত প্রায় তিন বছরে সিরিয়ায় এক লাখ ৬০ হাজার এবং ইরাকেও হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে।