শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিস্ময়কর কিছু বিষয় !

lllllllllllllবিস্ময়কর কিছু বিষয়, দয়া করে পড়ুন এবং একটু চিন্তা করুন :

১। ১০০ টাকা মসজিদে কতই না বড় দেখায়, অথচ শপিংমলে তা কত ছোট!
২। মসজিদে দুই ঘণ্টা এবাদত কত দীর্ঘ সময়, কিন্তু সিনেমা হলে তা দ্রুতই শেষ হয়ে যায়!
৩। তারাবীহ সালাতে দীর্ঘ ১ ঘণ্টা সময় লাগে, অথচ ১টা ফুটবল ম্যাচ মাত্র ৯০ মিনিট!
৪। ১টি ক্রিকেট বা ফুটবল ম্যাচে অতিরিক্ত সময় অতিবাহিত হলে কিছু মনেই হয় না বরং উত্তেজনাকর কিন্তু জুম্মার খুৎবা একটু বড় হলেই তা বিরক্তিকর!
৫। কনসার্ট বা খেলার মাঠে সামনেরর আসনে বসার জন্য উদগ্রীব হয় অথচ মসজিদে পিছনের কাতারে বসতেও ইতস্ত বোধ করি!
৬। সংবাদপত্রের খবর আমরা কত সহজে বিশ্বাস করি কিন্তু দুঃখের বিষয় আল্লাহর বানী (পবিত্র কুরআন) এর একটি আয়াত বিশ্বাস তথা মান্য করতে আমাদের অনেক কষ্ট হয়!
৭। বিজ্ঞাপনের নোংরা লিফলেট অথবা অশ্লীল বিষয় কত দ্রুতই ছড়িয়ে পড়ে কিন্তু আল্লাহর বাণী প্রচার করতে আমরা হাজার বার চিন্তা করি!
তাহলে,মুসলিম ভাই ও বোনেরা, উপলব্ধি করুন আপনার ইসলামের অবস্থান!
আল্লাহ আমাদের সবার ঈমান আরও মজবুত করার তৌফিক দান করুন। আমীন।
 
ফেইসবুক থেকে