বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চাতলপাড় ইউনিয়ন বি এন পি’র নব-নির্বাচিত কমিটি-কে অভিনন্দন

bnp logo 1বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা–জাসাস এর জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারন স¤পাদক, সাবেক ছাত্র নেতা ও নাসিরনগর উপ-জেলার কৃতি- সšতান সৈয়দ আজিমূল হক তৌহিদ এক বিবৃতিতে চাতলপাড় ইউনিয়ন বি এন পি’র নব-নির্বাচিত কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আলী চেয়ারম্যান, সাধারন স¤পাদক তাবারক হোসেন ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি পীড়জাদা শাহ অহিদুল করিম, সিনিয়র যুগ্ম-সাধারন স¤পাদক সোহরাব হোসেন ভুইয়া ও সাংগঠনিক স¤পাদক শিশু ভুইয়া নির্বাচিত হওয়ায় তাদের সবাইকে অভিনন্দন ও স্বাগত জানান।
 বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র গনতাšিত্রক আন্দোলনে চাতলপাড় ইউনিয়ন বি এন পি’র এই নতুন নেতৃত্ব দৃঢ় ভাবে অগ্রনী ভুমিকা পালন করবে এবং  চাতলপাড় ইউনিয়ন বি এন পি-কে আরো গতিশীল ও শক্তিশালী করে তুলবে।

এ জাতীয় আরও খবর