শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নাসিরনগরে তিন দিনব্যাপী কৃষি মেলা

melaসোমবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিন দিনব্যাপী কৃষি মেলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়েছে। সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত “পুষ্টি দেখে খাদ্য খেলে সুস্থ সুন্দর স্বাস্থ্য মেলে, গোবর কম্পোষ্ট সবুজ সারে ফসল বাড়ে অধিক হারে, টাটকা সবজি যদি চান নিজেই করুন এর বাগান ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। পরে এ উপলক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় এক আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, গোয়ালনগর ইউপি চেয়ারম্যান মোঃ কিরণ মিয়া, এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, মৎস্য কর্মকর্তা ছায়েদুর রহমান, ইউসিসির সাবেক চেয়ারম্যান আদেশ চন্দ্র দেব প্রমুখ। কৃষি মেলায় বিভিন্ন কৃষি পণ্যের ১০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহন করেন।