রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঢাকস্থ নাসিরনগর সমিতির বৃওি প্রাদান

nasinagor kritiমেজাম্মেল হক সবুজ : ঢাকস্থ নাসিরনগর সমিতির উদ্যোগে ৯৫ জন কৃতি ছাত্র/ছাত্রীদের বৃওি প্রদান অনুষ্টান শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। সমিতির সভাপতি কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অব্দুল হামিদ সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্টিত হয়। প্রাধান অতিথি খাদ্য মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ইন্জিনিয়ার গাজীউর রহমান। বক্তব্য রাখেন, আবু সলেহ মোহাম্মদ জাহাঙ্গীর, নাসিরনগর মহা বিদ্যালয়ের অধ্যা‏হ্ম আলমগীর হোসেন, নাসিরনগর আশুতোষ উচ্চ বিদ্যালয়ের  প্রাধান শি‏‏হ্মক আব্দুর রহিম, ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের প্রাধান শি‏‏হ্মক বশির আহমেদ, এড মহিউদ্দিন, ফরিদ উদ্দিন, এড আব্বাস উদ্দিন। আলোচনা শেষে কৃতি ছাত্র/ছত্রীদের মধ্যে সনদ পত্র ও নগদ অর্থ প্রাদান করা হয়।