ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির মালিকের অবহেলায় ঝড়ে গেল একটি শিশুর তাজা প্রান ॥
ষ্টাফ রিপোর্টার : শহরের হালদার পাড়ায় একটি বাড়ির সেফটি ট্যংকের ভিতরে পরে সিনহা (৪) নামে একটি শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সিনহা পাশের বাড়ির সঞ্জয় এর মেয়ে।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, সিনহা খেলাধুলা করতে গিয়ে ঐ সেফটি ভিতরে পরে যায়। বাড়ির মালিক সাবেরা সোবহান স্কুলের শিক্ষক মোহাম্মদ করিম মিয়ার অসর্তকতার কারণেই এই শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ এলাকাবাসীর। তাছাড়া নিরাপদ বেষ্টনি ছড়াই বাড়ি নির্মান করছে বলে ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছে। সিনহার এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চলছে ব্যপক তোড়পার। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সন্ধা ৬ টার সময়। এই ঘটনার খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটির লাশ উদ্ধার করে। বাড়ির মালিক শিক্ষক করিম মিয়ার অবলেহা ও অসর্তকতার জন্যই দায়ী করছেন স্থানীয় এলাকাবাসী ।
এ ব্যপারে শিক্ষক করিম মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শিশুটি ইচ্ছাকৃত বাবেই এই সেফটি ট্যংকের ভিতরে পড়েছে। এই মত্যৃর জন্য তিঁনি দায়ী নয়।