মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঢাকার পথে খালেদা

khaleda_520037875ডেস্ক রির্পোট : নারায়ণগঞ্জে নিহতদের স্বজনদের সমবেদনা জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে জেলার জলকুড়ি এলাকায় নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে তার গাড়ি বহর রওয়ানা হয়।
এর আগে সকাল সোয়া ১১টার দিকে গুলশানের বাড়ি থেকে রওয়ানা দিয়ে নারায়ণগঞ্জে পৌঁছে খালেদার গাড়ি বহর। এসময় বিএনপির নেতাকর্মীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। 
বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে নেতাকর্মীদের।
নারায়ণগঞ্জে অপহরণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার কাউন্সিলর নজরুল ইসলাম, অ্যাডভোকেট চন্দন সরকারসহ নিহত সাত পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেন খালেদা।