কসমেটিক ট্রিটমেন্ট করিয়ে ফর্সা হলেন কাজল!
বিনোদন ডেস্কঃ বলিউডের তিনি ব্ল্যাক বিউটি। অভিনয়ে তাঁর পাশে দাঁড়াতে পারে এ রকম অভিনেত্রী আছেন অনেক কম। রাশভারি থেকে কমেডি চরিত্র সবখানেই এক নম্বরে ছিলেন তিনি। শাহরুখের সঙ্গে জুটি বেঁধে তিনি হয়েছিলেন বলিউড ইতিহাসের সেরা জুটির একটি।
অভিনেত্রী কাজল বলিউডের এ রকমই এক হিরোইন, পর্দায় যাকে দেখলে উচ্ছ্বাস ফেটে পড়ত গোটা হলে। আর তাঁর গাঢ় রঙের ত্বকের সৌন্দর্যেই মন গলত বিশ্ব পুরুষের। তবে সেই ডাস্কি বিউটি কাজল আজ আর ডাস্কি নয়, বরং কাজল এখন ফর্সা। কালো নয় দুধে আলতা!
সারা দেশ যখন কাজলের ডাস্কি বিউটিতে পাগল, তখনই কাজল ঠিক করলেন ফর্সা হবেন। আর সেই মতো নাকি সপ্তাহে সপ্তাহে হাসপাতালে ঘুরতে দেখা গেছে তাঁকে। কারণ কাজল বেশ কয়েক মাস ধরে ফর্সা হওয়ার জন্য ট্রিটমেন্ট করছিলেন। তবে শুধুই ওষুধপত্র নয়, শোনা গেছে ফর্সা হওয়ার জন্য অস্ত্রোপচারও করেছেন কাজল। তবে এ ব্যাপারে মুখ খুলছেন না কাজল। অজয় দেবগনও কথা বলতে নারাজ।