বিদেশে উচ্চশিক্ষা ৫০০ ডলার নিতে পারবে শিক্ষার্থীরা
ডেস্ক রিপোর্ট : উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনকারী শিক্ষার্থীদের ভ্রমণ খরচ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে তারা সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন। এর আগে সর্বোচ্চ ২০০ ডলার সঙ্গে নেয়ার সুযোগ ছিল।
সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনটি বৈদেশিক মুদ্রায় লেনদেনে অনুমোদিত ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, এখন থেকে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের বিদেশ ভ্রমণ ব্যয় বাবদ ৫০০ ডলার পর্যন্ত নেয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয়া হলো।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এখন উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের আনুসাঙ্গিক খরচ অনেক বেড়ে গেছে। একারণে শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত আবেদন ও চাহিদার পরিপ্রেক্ষিতে অর্থের পরিমাণ ৩০০ ডলার বাড়িয়ে দেয়া হয়েছে।