সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ভেঙে গেল সারিকার বিয়ে

sarika_subrin_BG_400108947বিয়ে করছেন মডেল ও অভিনেত্রী সারিকা। সম্প্রতি এমন একটি খবর প্রকাশ হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে। সারিকার পরিবার থেকেও বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়। ৪ এপ্রিল সারিকার আকদ হবারও কথা ছিলো। কিন্তু কোন কিছুই শেষ পর্যন্ত হয়নি। এ বিষয়ে খবর নিয়ে জানা যায় সারিকার বিয়ে ভেঙে গিয়েছে। 



কারণ মাহিম করিম নামে যে ছেলের সঙ্গে সারিকার বিয়ে হবার কথা ছিলো তিনি একজন প্রতারক এবং মাদকাসক্ত। এ খবর জানতে পেরে সারিকার পরিবার বিয়ে ভাঙার সিদ্বান্ত নেয়। 







মাহিম ছিলো সারিকার ইয়াবা সেবনের পার্টনার। দুজন এক সঙ্গে নেশা করতো। আর নেশা করতে গিয়েই বন্ধুত্ব, প্রেম এবং লিভটুগেদার হয় তাদের। 



এদিকে দীর্ঘ দিন সারিকাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রেখেও কোন উন্নতি হয়নি। কারণ  মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গিয়ে মাহিম সারিকাকে বের করে আনতেন নেশা করার জন্য। তাই সারিকার পরিবার ঢাকার বাইরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করান তাকে।  বর্তমানে সারিকা সেখানেই আছেন।  

 

এ জাতীয় আরও খবর