অন্য কোন সুবিধাবদীকে মেনে নেওয়া হবে না ভি.পি শামীম ছাড়া”।-উত্তরাঞ্চলের বি.এন.পিসহ সর্বস্তরের দাবী
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা উত্তরাঞ্চলের বি.এন.পি ,যুবদল, ছাত্রদল ও অঙ্গসংঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের আপামর জনতার দাবী, ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারা নির্যাতিত নেতা, জেলা ছাত্রদলের বিপ্লবী সাবেক আহবায়ক ,জেলা বি.এন.পির সমাজ কল্যান সম্পাদক ও সাবেক ভি.পি আবু শামীম মোঃ আরিফ কে ছাড়া অন্য কোন সুবিধাবদীকে মেনে নেওয়া হবে না। সদর উপজেলা উত্তরাঞ্চলের নেতৃবৃন্দরা আবারও জেলা বি.এন.পির নিকট জোড়ালো দাবী জানানবি.এন.পি থেকে মনোনয়ন দেওয়ার জন্য । তারা হুসিয়ারি উচ্চারণ করে বলেন কোন সুবিধাবাদী কে মেনে নেওয়া হবে না বলে তারা সকলেই এ প্রতিজ্ঞাবদ্ধ হন । উত্তরাঞ্চল বি.এন.পির নেতৃবৃন্দ বিগত দীর্ঘ মেয়াদী আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন কারী সর্বস্তরের নেতাকর্মীরা আওয়ামী সরকারের জেল জুলুম, হামলা, মামলা, হুলিয়া নির্যাতিত উত্তরাঞ্চলের তৃনমূলের নেতাকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ হন যে, আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করেনি এমন কাউকে মনোনয়ন দিলে নেতাকর্মীরা তা মেনে নেবে না।
সদর উপজেলার উত্তরাঞ্চল বি.এন.পি সহ সকল অঙ্গ সংগঠনের সহস্রধিক নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার জেলা বি.এন.পির নেতৃবৃন্দকে অত্যন্ত জোড়ালো ভাবে তাদের হৃদয়ের মনের অবিভ্যক্তি ব্যক্ত করেন।গতকাল ভি.পি শামীমের টি এ রোডস্থ নির্বাচনী অফিসে উত্তরাঞ্চলের বি.এন.পি নেতৃবৃন্দের এক আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন। সভায় মজলিসপুর ইউ.পির সাবেক চেয়ারম্যান ও ইউ.পির বি.এন.পির সভাপতি সুবেদ আলীর সভাপত্তিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বি.এন.পির সহ সভাপতি মোবারক মুন্সি, জেলা বি.এন.পির সদস্য জিয়াউদ্দিন মুন্সি আঙ্গুর, নিয়ামত খান, মজলিশ পুর ইউনিয়ন বি.এন.পির সাধারন সম্পাদক আক্তার হোসেন,সহিলপুর ইউ.পির বি.এন.পির সভাপতি খসরু মোল্লা , সাধারন সম্পাদক নাসিরউদ্দিন খন্দকার,সুহিলপুর ইউ.পির সাবেক মেম্বার আলমগীর লস্কর, মজলিশ ইউ.পির সহ-সভাপতি ডাঃ ফিরোজ, বুধল ইউ.পির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব, সুহিলপুর ইউ.পির সহ-সভাপতি কাজী এনামূল হক আব্দুর রউফ, সুহিলপুর ইউ.পির সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন, বুধল ইউ.পির সংগঠনিক সম্পাদক বজলুর রহমান, তালশহর ইউ.পির সাধারন সম্পাদক মিন্টু ডাক্তর, তালশহর কৃষক দলের সভাপতি হাবিব মিয়া, মজলিশ পুর শ্রমিক দলের সভাপতি সামাদ মেম্বার, তালশহর ইউ.পির বিশিষ্ট্য মরুব্বী সামসুজ্জামান, সুহিলপুর বি.এন.পি নেতা মোশারফ কাজী, মজলিশপুর বি.এন.পি নেতা ফিরোজ, তালশহর পূর্ব ইসলামী ঐক্য জোটের সিনিয়র সহ-সভাপতি সাদেক মোল্লা, সাধারন সম্পাদক শাহিন মোল্লা, জেলা ছাত্র দলের সহ-সাভপতি এনামুল হক জুয়েল, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মুন্সি রুবেল,প্রফেসর মোশারফ হোসেন ভুইয়া,প্রফেসর মোস্তাফিজুর রহমান শিরু,সদর উপজেলার যুবদল সদস্য এডঃ বশির আহাম্মেদ, বুধল যুবদলের সাবেক সভাপতি ও সেচ্চাসেবক দল নেতা আক্তার হোসেন, বুধল ইউ .পির যুবদল নেতা রাকিব, লোকমান, গিয়াস, তালশহর ইউ.পির যুবদলের নেতা মানিক, হুমায়ন, সুহিলপুর যুবদলের নেতা হুমায়ুন,কায়কোয়াছ, বেলাল মোল্লা , রাশেদ, সুহিলপুর শ্রমিক দলের সভাপতি হারুন মোল্লা, যুবদল নেতা তাজুল ইসলাম, বিল্লাল মোল্লা আলমগীর সরকার, আলম সরকার, ফেরদুস সরকার,সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাসির, ইউসুফ, আবু সায়েদ, ইমন, আনোয়ার। ছাত্রদল নেতা মাসুম,নূর-আলম, মুর্শেদ, রাসেল, রিয়াদ,মোস্তফা সরকার শিকল, জাফর আহাম্মেদ ফরমান সরকার,কাজী পাভেল, কাজী ফেরদূস, রাজু, মুসা সরকার, নাজমূল সরকার, আমীর হোসেন মোল্লা প্রমুখ।