শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুঘর্টনায় আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

সড়ক দুঘর্টনায় আহত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা মোঃ সায়েম মিয়া (৫০) মঙ্গলবার দুপুরে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৪ ফ্রেরুয়ারি সন্ধ্যায় ঢাকা যাওয়ার পথে ইটাখোলা এলাকায় একটি ট্রাক পেছন দিক থেকে তার মাইক্রোবাসে ধাক্কা দিলে মাইক্রোবাসটি উল্টে গিয়ে আহত হলে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা এ্যাপ্রোলো হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৯দিন মূত্যুর সাথে পাঞ্জানড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে পড়েছে।

মোঃ সায়েম মিয়ার মুত্যৃতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যান  বিষয়ক সম্পাদক ও উপজেলা  বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ একে একরামুজ্জামান (সুখন) ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নানসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

এ জাতীয় আরও খবর