আবু শামীম মোঃ আরিফ গণসংযোগ
সদর উপজেলার উত্তরাঞ্চলের বুধল ইউনিয়নের বিশ্বরোড, নন্দনপুর মালিহাতা ও বুধল বাজারে গণসংযোগ করেন এবং তালশহর পূর্ব ইউনিয়নের তেলীনগর বড় মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারমান প্রার্থী ৯০’র সৈরাচার বিরোধী আন্দোলনের কারা নির্যাতিত নেতা জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও ভিপি এবং জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক আবু শামীম মোঃ আরিফ। এ সময় তিনি বলেন, আমি এলাকার উন্নয়নে অগ্রণি ভূমিকা পালন করব। আমি এই এলাকার সš—ান হিসেবে সুখে দুখে আপনাদের পাশে থাকতে চাই। আমি সকরে সাহায্য ও সহযোগিতা নিয়ে সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে তৈরী করব। গতকাল রোববার বিকালে এসব এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জিয়া উদ্দিন মুন্সী আঙ্গুর, বুধল ইউপি বিএনপির সিনিয়র সহ সভপতি ও সাবেক চেয়ারম্যান ওয়ায়দুল ইসলাম গিয়াস, সাধারণ সম্পাদক আক্তার“জ্জামান, বুধল ইউপির চেয়ারম্যান এ কে এম নুর“ল ইসলাম আলম, মজলিশপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক কাসেম মুন্সী, বুধলের সিনিয়র সহ সভাপতি আঃ রব, সাংগঠীনক সম্পাদক বজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি এনামুল হক জুয়েল, সাবেক ভিপি জহির“ল ইসলাম চৌধুরী লিটন, বিএনপি নেতা রায়হানুর ইসলাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দন মুন্সী র“বেল, এডঃ বশির আহমদ, আব্দুলাহ্ আল রা কিব, গোলাপ, হোসেন মে¤^ার, আঃ রহমান প্রমুখ। এছাড়াও তিনি তেলী নগর রাহমীয়া কাসেমুল উলুম মাদ্রাসার ওয়াজ মাহফিলে দোয়া চান। (প্রেস বিজ্ঞপ্তি)