শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলার যুবা বোলাররা বেঁধে ফেলল আফগানদের

52ff37f46ae42-u-19হোক না অনূর্ধ্ব ১৯ বয়সীদের টুর্নামেন্ট, বিশ্বকাপ তো। আর সেই বিশ্বকাপের প্রথম ম্যাচে ভালো করা খুব জরুরি। অথচ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের নার্সারি দুইয়ে আজ আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে বাংলাদেশের ফিল্ডিং করার সিদ্ধান্ত প্রথমেই ভুল মনে হচ্ছিল। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের দুই ওপেনার উসমান গনি ও মোহাম্মদ মুজতাবা ১৫.৫ ওভারে তুলে ফেলেন ৬৯। আফগান যুবাদের বড় সংগ্রহের স্বপ্ন শেষ অবধি পূরণ করতে দেয়নি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বোলাররা। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে আফগানিস্তানের সংগ্রহ ২১২।



৩৭.২ ওভারেও আফগানিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৪৪। মনে হচ্ছিল স্লগ ওভারে আফগান কবজির জোরে ঝড়ই হয়তো উঠবে। কিন্তু দুর্দান্তভাবে উল্টো ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করে ঘুরে দাঁড়াল বাংলাদেশের বোলাররা। শেষ ৭৬ বলে আফগান যুবারা তুলেছে মাত্র ৬৮। খুইয়েছে অবশিষ্ট ৬ উইকেট।



আফগানিস্তানের ধস শুরু হয় মূলত রান আউটের মাধ্যমে। ২৭ করা উসমান রান আউটে কাটা পড়েন মোসাদ্দেক হোসেনের হাতে। সর্বোচ্চ ৪৭ করা মুজতাবাকে ফেরান মোসাদ্দেক। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ করা হাসমতউল্লাহ শাহিদিকেও ফেরান এই অফস্পিন অলরাউন্ডার।



আসলে আফগানিস্তানের লাগাম টেনে ধরার মূল কাজটি করেছেন মোসাদ্দেক। ১০ ওভারে ১ মেডেনে ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। মোসাদ্দেক প্রস্তুতি ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন। এ ছাড়া রাহাতুল ফেরদৌস পেয়েছেন দুটি উইকেট। বোলাররা ব্যাটসম্যানদের কাজ অনেক সহজ করে দিয়েছেন। এখন দেখা যাক বিশ্বকাপে শুভসূচনা পায় কি না বাংলাদেশের যুবারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে বিনা উইকেটে ৪৪ রান তুলে ফেলেছে বাংলাদেশের যুবারা। সাদমান ২২ ও জয়রাজ ১৮ রানে ব্যাটিং করছেন।

এ জাতীয় আরও খবর

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবল ঢাকা, সড়কে তীব্র যানজট-ভোগান্তি

ঢাকায় অতিবৃষ্টি, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ম্যাচ পরিত্যক্ত

১২ ট্রাক ইলিশ গেল ভারতে

রিটার্ন দিলে ২২ খাতের আয়ে দিতে হবে না কর

রংপুর ডিআইজি কার্যালয়ে যোগ দিলেন এডিসি হারুন

নতুন মডেলে বাংলাদেশের অর্থনৈতিক সংকট নিরসন চায় আইএমএফ

ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশসহ গ্রেফতার ৫

রাজ যেসব অন্যায় করেছেন তাতে জেল হওয়ার কথা : পরীমণি

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যালোচনা দল আসছে অক্টোবরে

নির্বাচনের তারিখ ঘোষণা করলো পাকিস্তান

জলবায়ু সংকট এড়াতে প্রধান অর্থনীতির দেশগুলোকে সৎ থাকতে হবে : প্রধানমন্ত্রী