শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কসবায় মূলগ্রামে স্বাধীনতার ৪২ বছর পর নতুন মসজিদ নির্মাণ শুরু

bbariaব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মূলগ্রাম ইউনিয়নের ডাবিরঘর গ্রামে স্বাধীনতার ৪২ বছর পর জরাজীর্ণ পুরাতন  মসজিদের স্থলে নতুন ভবন নিমার্ণে গ্রামবাসীসহ নামাজিরদের মাঝে আনন্দের বন্যায় পরিলক্ষিত হয়েছে। গতকাল(১১ ফেব্র“য়ারি) সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা ডাবিরঘর গ্রামের একটি পুরান জরাজীণ মসজিদ কে ব্যতি রেখে মসজিদের ওয়াক্ফকৃত ২৮ শতক জমি সাত গ্রামের সিদ্ধা্েত নিয়ে নতুন তিন তলা মসজিদ নিমার্নের উদ্যোগ নেয় নামাজিরদের স্বার্থে বলে কমিটিসহ গ্রামবাসী জানান। ডাবিরঘর গ্রামের হুসেন আহাম্মেদসহ বেশ কয়েকজন মুসল্লি জানান, পুরাতন জরাজীর্ণ মসজিদে মুসল্লিরা জুম্মার সহ প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ জীবনের ঝুকি নিয়ে আদায় করতে হয়েছে। তাই মসজিদের ৫ শত জাগার উপর  গ্রামবাসী দীর্ঘ ৯ বছরেও নতুন মসজিদ নির্মাণ কাজ না হওয়ায় গ্রামবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ  করেছিল। অবশেষে গত ৩০শে জানুয়ারী ২০১৪ইং সাত গ্রামের লোকের উপস্থিতে  মসজিদের নামে ওয়াকফাকৃত ২৮ শতক জমি ২০ লাখ টাকা বিক্রি করে নতুন মসজিদের তিনতালা ভবন নির্মাণের কাজ তোড়ে জুড়ে শুরু করেন (১৫ নভেম্বর ২০১২ইং সালের কমিটির সভাপতি হুসেন আহাম্মেদ ও  সাধারণ সম্পাদক মনিরুল হকসহ প্রমুখ)।মসজিদের জমি বিক্রিকে কেন্দ্র করে দীর্ঘ দিন দুই পক্ষের মাঝে টান টান উওেজনা বিরাজ করার অভিযোগও উঠেছে। বর্তমান বিক্রির চেয়ে কিছু কম ধরে মসজিদের জমি বিক্রী করার বিষয়টি গ্রামবাসীদের মধ্যে চাপাক্ষোভ বিরাজ করেছিল বলে সূত্রটি জানান।বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান  সাড়ে পনোর লাখ টাকার স্থলে বর্তমান বাজার ধরে সাড়ে চার লাখ টাকা  বেশি পেয়ে অথাৎ ২০লাখ টাকায় বিক্রি করা হয়েছে। ডাবিরঘর গ্রামের মসজিদের ইমাম মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান  দীর্ঘ ২৪ বছর ইমামতীর জীবন যাত্রায় গত ৯ বছর পূর্বে এই জাগায় নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছিল কিন্ত বিভিন্ন প্রতিকূলের মাঝে কাজ বন্ধ থাকার পর আজ ব্যাপক ভাবে মসজিদের কাজ শুরু হওয়ায় আমার মনে আনন্দ লাগছে। মসজিদ কমিটির সভাপতি হুসেন আহাম্মদ মেম্বার সাংবাদিকদের জানান,  গ্রামের মুসল্লীদের স্বার্থে ঝরাজীর্ণ পুরান মসজিদ এর স্থান পরিবর্তন করে মসজিদের  ২৮ শতক ভুমি বিক্রি করে নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়া হয় । ওই মসজিদের যাতায়াতের জন্য আমার নিজস্ব ৫ শতক ভ’মির  উপর দিয়ে রাস্তা নির্মান করা হয় । মসজিদ কমিটির সাবেক কোষাধ্যক্ষ  সামসুল হক বলেন পুরাতন মসজিদ সংস্কার করার পরও আস্থর ভেংগে পরার আশংকায়  মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে  ভয় পায়। তাই মসজিদের ২৮ শতক ভূমি সাড়ে পনের লক্ষ টাকায় বিক্রি করা হলেও পরবর্তিতে এলাকার সাত গ্রামের শালিসিয়ানদের নিয়ে মুলগ্রাম বাজারে গত ৩০ জানুয়ারী  এক সভা অনুষ্ঠিত  হয় । ওই সভার আহবাযক ছিলেন মূলগ্রামের এনামুল খা এবং সভাপতিত্ব করেন মোজালক মাষ্টার । সভায় জুরি বোর্ডে  সাড়ে পনের লক্ষ টাকার স্থলে  বিশ লক্ষ টাকা বিক্রির সিদ্ধান্ত প্রদান করে । বিগত দিনে মসজিদ নির্মাণের লক্ষে মসজিদের জাগা থেকে ১৫শতক ভজন সুত্রধর  আর ১৫ শতক কালাম মিয়ার কাছে মোট ৩০ শতক জমি সাবেক ক্যাশিয়ার সামসুল হক বিক্রি করেছে  বলে বর্তমান কমিটির সভাপতি জানান। এই দিকে গত ৩০ জানুয়ারী সাত গ্রামের সভায় সামসুল হক কে পুণরায় ক্যশিয়ার পদে রাখার দাবী করেছিলেন বলে গ্রামবাসী জানান।  এই মসজিদকে নিয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসারের নিকট সাবেক ক্যশিয়ার সামসুল হক (নিজেকে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দাবী করে) একটি অভিযোগ করেছেন বলে স্থানীয় চেয়ারম্যান মাইনুল ইসলাম গতকাল বিকালে তার মুঠো ফোনে সাংবাদিকদেরকে জানান। এদিকে গত ৩ ফেব্র“য়ারি ডাবির ঘর গ্রামের মীর কাশেম,শাহন মিয়া, আবু মিয়া,দুবরাজ মিয়া সহ আরো অনেকে সাংবাদিকদের জানান নিলাম হলে হয়তো আরো কিছু বেশী টাকায় বিক্রি করা যেত। কিন্তু হুসেন মেম্বার জানান জমিটি একই ব্যক্তির কাছে পূবে আরো দুই বার বিক্রি করেও তাকে দেওয়া হয়নি কিন্ত তার বাড়ির পাশে  জমির বিধায় সাত গ্রামের লোকজন ডেকে বাজার ধরে তারেই কাছে বিক্রি করা হয়।আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে কোন প্রহসন মূলক  সিদ্বান্ত নেয়া হয়নি বলে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মুসল্লীরা ৫০/৬০জন গ্রামবাসীর সামনে সাংবাদিকদেরকে জানান। নতুন মসজিদ নির্মাণে গ্রামবাসী সহ মুসল্লিদের মাঝে আনন্দের বন্যা বয়ে বেড়াচ্ছে। সকলেই নির্মাণ কাজে সহযোগিতা সহ দেখারজন্য লোকজন দলে দলে এগিয়ে আসতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী