মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জে জোড়া খুনের ঘটনায় কোন আসামি ধরা পড়েনি

ashugonjoব্রাহ্মণবাড়িয়া  আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে ২জন নিহত হওয়ার এক মাস পার হয়ে গেলে এখনো ও কোন আসামি ধরা পড়েনি । পুলিশ বলছে আসামিদের পাওয়া যাচ্ছেনা। নিহত  দুইটি পরিবারে  কাটেনি  এখনোও শোকের মাতম। নিহতদের পরিবার গুলো এখন বিচারের আশায় ঘুরছে প্রতিদিন। হত্যা মামলা দুইটির একাধিক আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে। নিহত পরিবার দুইটি দাবি তার কি জোড়া খুনের বিচার পাবে। তবে এক মাসেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় অনেকে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। জানা যায় উপজেলার সোহাগপুর গ্রামে গত বছর ২৯ ডিসেম্বর  পুকুরে ডুব দেয়া নিয়ে বাজি ধরাকে কেন্দ্র  করে  মোল্লাবাড়ী ও চৌধুরী বাড়ীর মধ্যে সংর্ঘষ হয়। এই ঘটনার  চৌধুরী  বাড়ী লোকজনের  হাতে ঘটনা¯হলে  মোল্লাবাড়ীর শরীফ ও হীরা মিয়া নিহত হয়। এ ব্যাপারে ঘটনার পরের দিন  নিহত শরিফের বাবা শাজাহান মিয়া বাদি হয়ে চৌধুরী বাড়ীর  ১৭ জন ও নিহত হিরা মিয়া ছেলে মো.নাহিদ মিয়া বাদি হয়ে চৌধুরী বাড়ীর  ২১ জনকে আসামি করে দুইটি হত্যা মামলা আশুগঞ্জ থানায় দায়ের করলেও  আজ কোন আসামি পুলিশ গ্রেফতার করতে পারেনি। পুলিশের এই রহস্যজনক ভুমিকা নিয়ে অভিযোগ উঠেছে। তবে নিহতদের  পরিবারের লোকজন অভিযোগ করে বলেন দুই হত্যা মামলার ইতেমধ্যে ১৬ জন আসামি হার্ইকোট থেকে  জামিন নিয়ে প্রকাশ্যে এলাকায় ঘুরাফেরা করছে।  আসামিদের  প্রকাশ্যে ঘুরাফেরা নিয়ে  দুইটি পরিবারে এখন চলছে চরম আংতক । নিহত শরিফ হত্যা  মামলার প্রধান  সাক্ষী মো.আলমগীর মিয়া জানান হত্যাকারিরা একের পর জামিন নিয়ে এলাকায় আসছেন। একমাত্র সংসারের আয় করা ছেলে শরিফ নিহত হওয়ার পর পরিবারটি এখন পথে বসতে হচ্ছে। নিহত শরিফের বাবা শাজাহান মিয়া জানান আমার সন্তানের একজন হত্যাকারিকে ও এক মাসে পুলিশ গ্রেফতার করতে পারেনি। আরেক নিহত হিরা মিয়া পরিবারে চলছে শোকের আহাজারি। নিহত হিরা মিয়া ছেলে মো. নাহিদ মিয়া বলেন আমার পিতাকে মধ্যযুগিয় বর্বরতা মত প্রকাশ্যে তারা হত্যা করেছে। কিন্তু দুংখের বিষয় আজও তারা কেউ গ্রেফতার হয়নি। দুইটি নিহতদের পরিবার তারা দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান। এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক জানান  আসামিদের ধরার ব্যাপারে অভিযান চলছে। – See more at: http://www.newsbrahmanbaria.com/?p=27310#sthash.MFqDkHg1.dpuf

এ জাতীয় আরও খবর

অধ্যাদেশ জারি: বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল

আজমির শরিফে গিয়ে বিচার চাইলেন অভিনেত্রী শ্রাবন্তী

পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

পরিবহন খাতের মাফিয়া ছিল শাজাহান খান গং

চাঁদা ও দখলবাজি রোধে হিমশিম খাচ্ছে বিএনপি

ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েন

সহিংসতায় উত্তপ্ত মণিপুরের বর্তমান অবস্থা সম্পর্কে যা জানা গেলো

আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার

হাত ধোয়ার জন্য ফের ২০ কোটি টাকা আবদার!

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির উসকানির অভিযোগে হৃদয় গ্রেফতার

বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল

এইচএসসির ফল কবে জানে না বোর্ড, প্রস্তাবনার অনুমোদনও মেলেনি